1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকের ভক্তদের ভোটে রিপাবলিক্যানরা জয়ী

৩১ অক্টোবর ২০১০

মার্কিন সংসদ তথা কংগ্রেসে রিপাবলিক্যানরা জয়ী হচ্ছে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে মঙ্গলবার পর্যন্ত৷ তবে ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের বৃহত্তম মাধ্যম ফেসবুকে তারা ইতিমধ্যেই ডেমোক্র্যাটদের হারাতে সক্ষম হয়েছে৷

https://p.dw.com/p/Pv3r
Barack, Obama, US, Senator, Democratic, candidate, John, McCain, বারাক, ওবামা, জন, ম্যাককেইন
বারাক ওবামা ও জন ম্যাককেইন (ফাইল ছবি)ছবি: AP Graphics/DW

‘অলফেসবুক ডট কম' শীর্ষক ব্লগ সারাদেশে রিপাবলিক্যান এবং ডেমোক্র্যাটদের পক্ষে মতামতের হিসাব করে প্রকাশ করেছে এমন ফলাফল৷ এতে বলা হচ্ছে যে, সিনেট, প্রতিনিধি পর্ষদ এবং রাজ্য গভর্নর নির্বাচনের সবক্ষেত্রেই ডেমোক্র্যাটদের হারিয়ে এগিয়ে গেছে রিপাবলিক্যানরা৷ সব মিলিয়ে রিপাবলিক্যান প্রার্থীদের ফেসবুক পাতায় ভক্ত জুটেছে ৩৩ লাখ ৮০ হাজার৷ অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থীরা ভক্ত জোটাতে পেরেছেন মাত্র ১৩ লাখ ৯০ হাজার৷

সিনেট নির্বাচনের দৌড়ে ২৬ জন রিপাবলিক্যান প্রার্থীর ফেসবুক ভক্ত রয়েছে তাঁদের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশি৷ অন্যদিকে, সিনেটে প্রতিদ্বন্দ্বিতাকারী মাত্র ১০ জন ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে জুটেছে তাঁদের প্রতিপক্ষ রিপাবলিক্যান প্রার্থীদের চেয়ে বেশি৷ প্রতিনিধি পর্ষদের ১৯০ টি আসনের মধ্যে ১২৭ টি আসনের রিপাবলিক্যান প্রার্থীর পক্ষে রয়েছে বেশি ভক্ত৷ এক্ষেত্রে ডেমোক্র্যাটদের মধ্যে বেশি সংখ্যক ফেসবুক ভক্ত পেয়েছে মাত্র ৬৩ জন প্রার্থী৷ রাজ্যসমূহের গভর্নরের পদে লড়াইকারীদের মধ্যে ফেসবুকে জনপ্রিয়তায় বিজয়ী হয়েছেন ২৩ জন রিপাবলিক্যান প্রার্থী৷ এক্ষেত্রে ডেমোক্র্যাটদের মধ্য থেকে বিজয়ী হয়েছেন মাত্র ১৩ জন৷

এখানেই শেষ নয়, ফেসবুকের ভক্তদের কাছ থেকে সর্বোচ্চ সমর্থন পেয়েছেন দু'বছর আগে বারাক ওবামার কাছে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে হেরে যাওয়া রিপাবলিক্যান সিনেটর জন ম্যাককেইন৷ তাঁর ফেসবুক ভক্ত জুটেছে সাত লক্ষাধিক৷ আর ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভক্ত জুটেছে টেক্সাসের গভর্নর পদপ্রার্থী বিল হোয়াইট৷ তাঁর ভক্ত দেড় লাখের কিছু বেশি৷ শীর্ষ দশজন জনপ্রিয় প্রার্থীর মধ্যে থাকা অন্যতম ডেমোক্র্যাট প্রার্থী হলেন জেরি ব্রাউন৷ ক্যালিফোর্নিয়ার গভর্নর পদপ্রার্থী ব্রাউনের রয়েছে প্রায় ৯৫ হাজার ভক্ত৷

তবে ডেমোক্র্যাট বারাক ওবামাকে ছাড়িয়ে যেতে পারেননি কেউ৷ ওবামার ফেসবুক ভক্তের সংখ্যা দেড় কোটিরও বেশি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন