1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে ঢাকাই তরুণীর বিকৃত ছবি, মামলা

১ ডিসেম্বর ২০১০

ঢাকায় পালিত হল ‘পুলিশি হরতাল’, মানে হরতালে রাস্তার দখল ছিল পুলিশের কাছে৷ রয়েছে বিজয়ের মাস নিয়ে প্রতিবেদন৷ শেখ হাসিনার জাপান সফর৷ আর ফেসবুকে বিকৃত ছবি প্রকাশের দায়ে মামলা নিয়ে খবর৷

https://p.dw.com/p/QMQt
ফেসবুক নিয়ে কত যে বিপত্তি!ছবি: dpa

‘পুলিশি হরতাল'

‘পিকেটারদের নামতেই দেয়নি পুলিশ', হরতাল সম্পর্কে এই শিরোনাম করেছে দৈনিক যুগান্তর৷ বিএনপি'র মঙ্গলবারের হরতালকে নজিরবিহীন বলেছে গণমাধ্যম৷ কেননা, পুলিশই কার্যত রাস্তা দখল করে রাখে৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা তাই বলছেন, হরতাল সফলে সাহায্য করেছে পুলিশ৷ তবে নানা জায়গায় ছোট ছোট সংঘর্ষে আহত আড়াইশো, গ্রেপ্তার ৪ শতাধিক৷ এখানে লক্ষণীয় হচ্ছে, এই হরতালের সময় বিএনপির নারী কর্মীদের আটকের কিছু ছবি প্রকাশ করেছে বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম সহ কয়েকটি পত্রিকা৷ বেশ আলোচনা হচ্ছে এসব ছবি নিয়ে৷

বিজয়ের মাস

দৈনিক ইত্তেফাক, দৈনিক সমকালসহ প্রায় সব দৈনিকেই জায়গা পেয়েছে এই খবর৷ এবার বিজয়ের ৪০ বছরে পা দিচ্ছে বাংলাদেশ৷ এই মাসটিকে তাই ভালোভাবেই উদযাপন করা হবে৷ দৈনিক সমকালের শিরোনাম, ‘বিজয়ের মাসের প্রথম প্রহরে আলোর মিছিল'৷ যুদ্ধাপরাধীদের বিচারের দৃঢ় অঙ্গীকারে ডিসেম্বরের প্রথম প্রহরে আলোর মিছিল করেছে একটি রাজনৈতিক দল৷ এখানে বলে রাখা ভালো, বিজয়ের মাসে ডয়চে ভেলে সেক্টর কমান্ডারদের নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান প্রচার করবে৷ আজকে একটু পরেই শোনা যাবে, সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ'র বিশেষ সাক্ষাৎকার৷

হাসিনার জাপান সফর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘জাপানের সঙ্গে বাণিজ্য অসমতা কমাতে চান প্রধানমন্ত্রী'৷ মঙ্গলবার শেখ হাসিনার সম্মানে নৈশভোজের আয়োজন করেন ওসাকার গভর্নর তরু হাশিমোতো৷ এসময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে অসমতা কাটিয়ে তুলতে জাপানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান হাসিনা৷

সাইবার ক্রাইম

‘সাইবার ক্রাইম: ঢাকার আদালতে প্রথম মামলা' - ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার অভিযোগে এক কলেজছাত্রী দু'জনের বিরুদ্ধে মামলা করেছে৷ বাদির অভিযোগ, সাংবাদিক পরিচয় দিয়ে দুই ব্যক্তি তাকে চাকরি দেয়৷ এরপর এদের মধ্যে একজন ঐ তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়৷ তরুণী রাজি না হলে তার বিভিন্ন ছবি বিকৃত করে ফেসবুকে ছেড়ে দেয় অভিযুক্তরা৷ একই ধরণের অভিযোগে গত রবিবার চট্টগ্রামে একজনকে আটক করেছে পুলিশ৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই খবর দিয়েছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান