‘ফেসবুক নয়, টুইটারই আমার বেশি পছন্দ' | পাঠক ভাবনা | DW | 27.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ফেসবুক নয়, টুইটারই আমার বেশি পছন্দ'

আলতাফনগর, বগুড়া থেকে মো. শাহিনুর আলম লিখেছেন, ‘‘আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন৷ কেমন আছেন আপনারা? আপনারা এমনভাবে আমাদের দেশের সংবাদ পরিবেশন করেন যেন দেশ থেকেই প্রচার করছেন৷''

শাহিনুর আলমের প্রশ্ন: ‘‘আচ্ছা আপনারা টুইটারের মতামতগুলো পড়েন কি? ফেসবুকের চেয়ে টুইটারের পরিবেশ আমার বেশ ভালো লাগে৷ তাই টুইটারে আপনাদের খবরগুলোতে মতামত জানাচ্ছি৷ আপনারা কি আমার মতামত পাচ্ছেন? টুইটারে আরো বেশি খবর শেয়ার করার জন্য অনুরোধ করছি৷ অন্বেষণ কুইজ টুইটারে শেয়ার করলে কেমন হয়? জানাবেন আশা করি৷''


তিনি লিখেছেন, ‘‘অতিরিক্ত সূর্যের তাপ নিয়ে ছবিঘরটি অসাধারণ লাগলো৷ সূর্য মামার অতিরিক্ত তাপে যে অ্যালার্জি হতে পারে, তা আমার জানা ছিল না৷ আসলে ডয়চে ভেলে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে৷ এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ৷ জনপ্রিয় প্লাস্টিক চেয়ারের গল্পও অসাধারণ লাগলো৷''

‘‘এছাড়া ফেরোমোন পার্টি সমন্ধে জেনে ভালো লাগল৷ টিশার্টের গন্ধ শুকে যৌন সঙ্গী পছন্দ করা – এটা আসলেই অবাক করবার মতো৷ এমন অজানা তথ্য প্রচার করবার জন্য ধন্যবাদ৷ প্রায় ৭৮ লক্ষ
মানুষের হাড় নরম জেনে অবাক হচ্ছি৷ জার্মানিতে কি সূর্যের আলো নেই? তাছাড়া জার্মানরা কি ক্যালসিয়াম যুক্ত খাবার কম খান? জার্মানরা কি দুধ পছন্দ করে না?''

তিনি আরো লিখেছেন, ‘‘আমার এই ই-মেল প্রকাশ করলে খুব ভালো লাগবে৷ লিখবার আগ্রহ আরো বেড়ে যাবে৷ মনে বিশ্বাস আসবে যে, আপনারা আমাদের ই-মেল পাচ্ছেন, পড়ছেন৷ তাছাড়া পুরনো বন্ধু বলে সম্মোধন করলে মনটা খুশিতে ভরে যায়৷ ভালো থাকবেন৷ মো.শাহিনুর আলম, আলতাফনগর, বগুড়া, বাংলাদেশ৷''

- ধন্যবাদ ভাই শাহিনুর আলম বিস্তারিত মতামত জানানোর জন্য৷ এভাবেই সবসময় সাথে থাকবেন, কেমন?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন