1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সের প্রেসিডেন্ট সার্কোজির ভালবাসা!

৯ এপ্রিল ২০১১

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির কর্মকান্ড মাঝে মধ্যেই গণমাধ্যমে বেশ সাড়া ফেলে৷ এবারও তাঁর ব্যতিক্রম হয়নি৷

https://p.dw.com/p/10qMI
ব্রুনির জন্য এক সম্পাদকের মুখ ভেঙে দিতে চেয়েছিলেন সার্কোজি!ছবি: AP

নিজের বউকে কেউ যদি বলে পুরুষখেকো, তাহলে কী কোনো সুস্থ মানুষ ঠিক থাকতে পারে! হোক না সে দেশের প্রেসিডেন্ট৷

সার্কোজির ঘটনাটা এমনই৷ ইটালির সাবেক সুপার মডেল কার্লা ব্রুনি এখন তাঁর বউ৷ বিয়ে হয়েছে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে৷ ঘটনাটা তার আগের মাসের৷

সেসময় ফ্রান্সের একটি পত্রিকার এক সম্পাদক সার্কোজিকে ২৪টি পরামর্শ দিয়েছিলেন৷ যার একটিতে বিয়ের পর ব্রুনিকে স্মার্ট পুরুষদের সঙ্গে পরিচয় করিয়ে না দেয়ার পরামর্শ দেয়া হয়েছিল৷ এমনকি নিজের সন্তানদের সঙ্গেও যেন ব্রুনিকে পরিচয় না করান সেই বুদ্ধি দেয়া হয়েছিল সার্কোজিকে!

আর তাতেই ক্ষেপে উঠেন সার্কোজি৷ ফোন করেন ঐ সম্পাদককে৷ যার নাম ফ্রাঞ্জ-অলিভিয়ের গিসবার্ট৷ প্রায় ৪০ মিনিট ধরে তাঁকে গালমন্দ করেন৷ এর এক পর্যায়ে সার্কোজি ঘুসি মেরে গিসবার্টের মুখ ভেঙে দেয়ার কথা বলেন৷ তখন গিসবার্ট সার্কোজির কাছে জানতে চান যে, তিনি তাঁকে হুমকি দিচ্ছেন কিনা৷ এর উত্তরে সার্কোজি বলেন, ‘‘তুমি সেটারই যোগ্য৷ কোন্ বিষয়টা যে আমাকে এটা করা থেকে বিরত রাখছে আমি সেটা জানি না'৷

সার্কোজির জীবন নিয়ে লেখা একটি বইয়ে গিসবার্ট এই ঘটনার উল্লেখ করেছেন৷ বইটি বৃহস্পতিবার বাজারে এসেছে৷

উল্লেখ্য, সার্কোজির সঙ্গে বিয়ের আগে ব্রুনির অনেকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস