1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সে ৫৫ সন্তানের ‘জনক’ গ্রেপ্তার

১১ সেপ্টেম্বর ২০১০

ফ্রান্সে ৫৫ সন্তানের এক ‘জনক’কে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বিশ্বাস হচ্ছে না? ঘটনা কিন্তু সত্যি৷ প্যারিসের এই ব্যক্তি তার ৫৫ জন সন্তানকে ৫৫ জন পৃথক মায়ের নামে সরকারের ঘরে নথিভুক্ত করেছে৷

https://p.dw.com/p/P9ne
ফ্রান্স, France, Paris, প্যারিস
ছবি: AP Graphics

পুলিশ বলছে, সন্দেহভাজন পিতৃত্ব এবং প্রতারণায় সহায়তা করার অভিয়োগে এই ব্যক্তিকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডএবং জরিমানার মুখোমুখি হতে হবে৷

আফ্রিকীয় বংশোদ্ভূত ৫৪ বছর বয়সি এই ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ৷ প্যারিসে তার দুই ঘরের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ পুলিশ জানিয়েছে, ৫০ জনেরও বেশি ব্যক্তি এই বাড়ির ঠিকানায় তালিকাভুক্ত৷ পুলিশ সন্দেহ করছে, লোকটি সামাজিকভাবে লাভবান হবার জন্যেই এই ব্যবস্থা করেছে৷ এতে বছরে ১০ লাখ ইউরো রাষ্ট্রের কাছ থেকে দাবী করতে পারে তাঁর সন্তানের মায়েরা৷

প্যারিসের পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ৪২ জন মহিলা তাদের সন্তানের পিতা হিসেবে এই লোকটিকে সনাক্ত করেছে৷ কর্তৃপক্ষ বলছে, লোকটি দাবী করেছে, রাতে বিভিন্ন জায়গায় মহিলাদের সঙ্গে তার দেখা হয়, বিশেষ করে সেনেগাল, ক্যামেরুন এবং মালি সফরের সময় তাদের সঙ্গে সময় কাটান তিনি৷

ফ্রান্সে বসবাসের অনুমতি এবং সামাজিক সুযোগ লাভের জন্যে, ১৫০ থেকে ২০০ ইউরো ফি দিয়ে এই লোকটি তার সন্তান এবং তাদের মাদেরকে ফরাসি কর্তৃপক্ষের কাছে তালিকাভুক্ত করে৷ কয়েকজন মা কর্তৃপক্ষকে জানিয়েছে, তারা মাসে বিভিন্ন ভাতা হিসেবে প্রায় সাড়ে ৭শ ইউরো পেয়ে থাকে৷

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং এইসব সন্তানের পিতৃত্ব প্রমাণ করতে ডিএনএ পরীক্ষা করা হবে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই