1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রিডরিশ আলেকজান্ডার ইউনিভার্সিটি এরলাঙ্গেন নুর্নব্যার্গ

১৮ মে ২০১০

বাভারিয়া অঞ্চলের নুর্নব্যার্গ শহরে অবস্থিত ফ্রিডরিশ আলেকজান্ডার ইউনিভার্সিটি এরলাঙ্গেন নুর্নব্যার্গ৷ এই বিশ্ববিদ্যালয়টি মূলতঃ গবেষণার জন্য বিখ্যাত৷

https://p.dw.com/p/NQbN
বিজ্ঞান ভিত্তিক গবেষণার জন্য ফ্রিডরিশ আলেকজান্ডার ইউনিভার্সিটি এরলাঙ্গেন নুর্নব্যার্গ ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছেছবি: picture-alliance / dpa

বিজ্ঞান ভিত্তিক গবেষণার জন্য ফ্রিডরিশ আলেকজান্ডার ইউনিভার্সিটি এরলাঙ্গেন নুর্নব্যার্গ ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে৷ এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় ২৬ হাজার ছাত্র-ছাত্রী৷ অধ্যাপনা করছেন প্রায় ৫৫০ অধ্যাপক এবং তাঁদের সহযোগিতা করছেন ১২,০০ অ্যাকাডেমিক স্টাফ৷

এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের পর ডক্টরেট করার সুযোগ দেয়া হয়ে থাকে৷ তবে বিদেশী ছাত্র-ছাত্রী কেউ যদি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তাহলে নিজ দেশে পরীক্ষার ফলাফল বেশ ভাল হতে হবে৷ দেখাতে হবে সর্বোচ্চ ডিগ্রী৷ এটি অন্যতম শর্ত৷ একই সঙ্গে ইংরেজী ভাষায় হতে হবে দক্ষ৷ কারণ মাস্টার্সের বেশ কিছু বিষয় পড়ানো হয় ইংরেজীতে৷

Prof. Dr. Falk Nimmerjahn, Juniorprofessor am Nikolaus-Fiebiger-Zentrum für Molekulare Medizin der Universität
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় ২৬ হাজার ছাত্র-ছাত্রীছবি: DW/Ricarda Otte

সীমা সেন বাংলাদেশের ছাত্রী৷ তিনি ঢাকার বুয়েটে পড়াশোনা শেষ করে এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছেন৷ সে সময়, বিশ্ববিদ্যালয়ের দেয়া বেশ কিছু শর্ত তাঁকে পূরণ করতে হয়েছিল৷ তা, ফ্রিডরিশ আলেকজান্ডার ইউনিভার্সিটি এরলাঙ্গেন নুর্নব্যার্গে পড়তে জার্মান ভাষার প্রয়োজনীয়তা কতটুকু ? সীমা বললেন, ‘‘বেশ কিছু বিষয় ইংরেজীতে পড়ানো হলেও, বিদেশি ছাত্র-ছাত্রীদের জার্মান ভাষাটি শেখার জন্য উৎসাহ দেয়া হয়৷ তাই জার্মান ভাষায় বেশ ভাল দখল থাকা প্রয়োজন৷''

২০০৭ সালে সীমা সেন এসেছেন এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে৷ দুই বছর লেগেছে কোর্স শেষ করতে৷ তিনি এখন চেষ্টা করছেন ডক্টরেট করার৷ আবেদন পত্র জমাও দিয়েছেন৷ এবার অপেক্ষার পালা৷ এখানে বলা প্রয়োজন, উন্নয়নশীল দেশগুলো থেকে ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে থাকে অসংখ্য প্রতিষ্ঠান৷ সীমা সেন নিজেই বৃত্তি পেয়েছিলেন মাস্টার্স করার জন্য৷ তাঁর কথায়, ‘‘মাস্টার্স করার জন্য আমি বৃত্তি পেয়েছিলাম৷ তাই দেশ থেকে কত টাকা আনতে হবে - তা নিয়ে চিন্তা ভাবনা করতে হয়নি৷'' আর পিএইচডি করার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল রয়েছে৷ সীমা আবেদন করেছেন৷ সেখান থেকেই হয়তো তাঁকে বৃত্তি দেয়া হবে৷ এ বিষয়ে তিনি আশাবদী৷

Professor Walther Bernecker
প্রফেসর ভালথার ব্যার্নেকার-এর মতো ফ্রিডরিশ আলেকজান্ডার ইউনিভার্সিটি এরলাঙ্গেন নুর্নব্যার্গে অধ্যাপনা করছেন প্রায় ৫৫০ অধ্যাপকছবি: Walther Bernecker.

ফ্রিডরিশ আলেকজান্ডার ইউনিভার্সিটি এরলাঙ্গেন নুর্নব্যার্গের কোর্সগুলো বছরে দুটি সেমেস্টারে ভাগ করা৷ গ্রীষ্মকালীন সেমেস্টার এবং শীতকালীন সেমেস্টার৷ গ্রীষ্মকালীন সেমেস্টারের জন্য আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ প্রতি বছর ১৫ই জানুয়ারি এবং শীতকালীন সেমেস্টারে ভর্তির আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ প্রতি বছর ১৫ই জুলাই৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ