1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের সিঙ্গেলস-এ ইতিহাস হতে যাচ্ছে

৪ জুন ২০১০

এবারের ফ্রেঞ্চ ওপেন একের পর এক চমক দেখিয়েই চলেছে৷ ফলে মেয়েদের ফাইনালে এবার দেখা যাচ্ছে একেবারেই নতুন মুখ৷ একজন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর, অন্যজন ইটালির ফ্রান্সেসকা শিয়াভোনে৷

https://p.dw.com/p/NiIy
ফ্রেঞ্চ ওপেন-এ এবার বহু নতুন মুখছবি: AP

সামান্থা যদি জেতেন, তাহলে তা হবে গত ৩০ বছরে প্রথম কোন অস্ট্রেলিয়ানের গ্র্যান্ড স্লাম বিজয়৷ আর ফ্রান্সেসকা হলেন প্রথম ইটালিয়ান যিনি কোন গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন৷

তবে আগামীকাল শনিবার, রোলা গ্যাঁরোতে দুইজনের মুখোমুখিতে জয়ের পাল্লাটা ২৬ বছর বয়সী সামান্থা স্টোসুরের দিকে কিছুটা ঝুঁকে আছে৷ এর আগে দুইবার নিজের দেশের গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় চতুর্থ রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান প্রমিলা টেনিস তারকা৷ তাঁর প্রথম গ্রান্ড স্লাম ফাইনাল দেখতে সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে আসছেন তাঁর বাবা মা ও দুই ভাই৷ ওদিকে, জাস্টিন হেনিনের মত ফ্রান্সেসকাও একহাতে ব্যাকহ্যান্ড শট নেন৷ তিনি স্বীকার করেছেন যে, পাওয়ার টেনিসের এই যুগে মেয়েদের টেনিস দিন দিন আরও আগ্রাসী হচ্ছে৷ তবে তাঁর পক্ষে ২০০ কিলোমিটার বেগে সার্ভ করা সম্ভব নয়, সেটাও স্বীকার করে নিয়েছেন ২৯ বছর বয়সী এই প্রমিলা টেনিস খেলোয়াড়৷

এদিকে, ছেলেদের ফাইনালে কে যাবেন তা ঠিক হবে আজ৷ সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছেন চেক প্রজাতন্ত্রের থমাস বার্ডিখ ও সুইডেনের রবিন সডারলিং৷ অন্যম্যাচে, স্পেনের রাফায়েল নাদালের মুখোমুখি হচ্ছেন অস্ট্রিয়ার ইয়ুর্গেন মেলৎজার৷

প্রতিবেদন : রিয়াজুল ইসলাম

সম্পাদনা : দেবারতি গুহ