1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধুকে নিয়ে হলিউডে ছবি বানানোর পরিকল্পনা

২৭ অক্টোবর ২০১০

হলিউডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নির্ভর একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে চলচ্চিত্র বাজারজাত এবং প্রযোজনা করে এমন একটি বাংলাদেশ ভিত্তিক কোম্পানি৷ নাম ভিবজিয়র ফিল্মস৷

https://p.dw.com/p/PpRh
শেখ মুজিবুর রহমানছবি: AP

বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন নির্ভর একটি চলচ্চিত্র নির্মাণের আগের পরিকল্পনাটি ছিল বলিউডের একটি প্রযোজনা কোম্পানির৷ ঐ ছবিতে বঙ্গবন্ধুর নাম ভূমিকায় অমিতাভ বচ্চনের অভিনয় করার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল৷ কিন্তু পরে সে বিষয়ে আর কোন কিছু জানা যায়নি৷ উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীও তৈরি করছেন একই ধরণের একটি সিনেমা৷

ঢাকা ভিত্তিক উইকলি ব্লিটস নামের একটি সংবাদপত্রের অনলাইন রির্পোট থেকে হলিউডে বঙ্গবন্ধুকে নিয়ে ছবি সম্পর্কে আরও জানা যাচ্ছে, বঙ্গবন্ধুর জীবন নির্ভর এই ছবিটি প্রথমে হবে ইংরেজিতে৷ কিন্তু পরে বাংলা, হিন্দি, ফরাসি, স্প্যানিশ, রুশ, চীনা এবং আরবিসহ আরও কয়েকটি ভাষায় এ ছবির রূপান্তর ঘটবে বলে জানাচ্ছে প্রযোজনা সংস্থাটি৷ তারা ইতিমধ্যেই বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন লেখা ও তথ্য সংগ্রহ শুরু করেছে৷ একটি ছোট্ট কমিটি কাজও করছে এ জন্য৷ তারা সব তথ্য উপাত্ত সংগ্রহ করার পর, সেগুলো মিলিয়ে কাহিনিটি দাঁড় করাবেন কাহিনিকার৷

ইতিমধ্যে প্রযোজনা কোম্পানিটি বিশ্বখ্যাত দুইজন চলচ্চিত্র পরিচালক এর সঙ্গে যোগাযোগ করছেন৷ এদের মধ্যে আছে স্টিফেন স্পিলবার্গ এবং রোমান পোলানস্কি৷ তবে তাদের কাছ থেকে সবুজ সংকেত পাবার কোন সংবাদ আসেনি৷ বাংলাদেশি মালিকানার ঐ কোম্পানিটি নাকি একা নয়, তার সঙ্গে বিশাল বাজেটে ছবি করে, হলিউডের কোন কোম্পানি যাতে যৌথ প্রযোজনায় কাজ করতে পারে তার চেষ্টাও করা হচ্ছে বলে খবর৷

প্রযোজনা প্রতিষ্ঠানটি ২০১১ সাল নাগাদ শুরু করতে চায় ছবিটির শুটিং এর কাজ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল- ফারূক