1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে ৫৪০ জনের মৃত্যু

২০ ডিসেম্বর ২০১৪

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন বলছে, উন্নত জীবনের আশায় অন্য দেশে যেতে নৌকা করে বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছর ৫৪০ জনের মৃত্যু হয়েছে৷

https://p.dw.com/p/1E7WZ
Bis zu 700 tote Flüchtlinge bei Schiffsunglücken im Mittelmeer
ছবি: picture-alliance/dpa/Italian Navy/Handout

এই সময় প্রায় ৫৪ হাজার মানুষ এভাবে বঙ্গোপসাগর পাড়ি দেয়৷ বেশিরভাগ যাত্রা বাংলাদেশ কিংবা মিয়ানমার থেকে শুরু হয় বলে জানিয়েছে ইউএনএইচসিআর

জাতিসংঘের এই সংস্থার হিসেবে ২০১৪ সালে রেকর্ড সংখ্যক মানুষ জীবিকা কিংবা সংঘাত এড়ানোর লক্ষ্যে নৌকা করে সাগর পাড়ি দিয়েছে৷ সংখ্যাটা প্রায় তিন লক্ষ ৪৮ হাজার৷ এ সময় মারা যায় প্রায় চার হাজার তিনশো জন৷ সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে৷ প্রায় তিন হাজার চারশো জন৷ ইউএনএইচসিআর-এর হিসেবে চলতি বছর প্রায় দুই লক্ষ সাত হাজার মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে৷ এর আগে ২০১১ সালে সর্বোচ্চ ৭০ হাজার মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়েছিল৷ সিরিয়া, গাজা, ইরাক ও লিবিয়ায় সংঘাতের কারণে এবার সবচেয়ে বেশি লোক নৌকায় করে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে৷

সমুদ্র পাড়ি দিতে গিয়ে নিহতের সংখ্যার হিসেবে ভূমধ্যসাগরের পরেই রয়েছে বঙ্গোপসাগর৷ এরপর ‘হর্ন অফ আফ্রিকা'৷ লোহিত সাগর আর ‘গালফ অফ এডেন' পাড় হতে গিয়ে প্রাণ হারায় ২৪২ জন৷

ইউএনএইচসিআর প্রধান অ্যান্টোনিও গুটেরেস উন্নত দেশগুলোকে অভিবাসীদের নিরুৎসাহিত করতে সীমান্ত বন্ধ না করার অনুরোধ জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘নিরাপত্তা ও অভিবাসী ব্যবস্থাপনা সব দেশের জন্যই উদ্বেগের৷ কিন্তু নীতিগুলো এমন হওয়া উচিত নয় যেন মানুষের জীবন হুমকির মুখে পড়ে৷''

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য