1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বছরের শুরুতেই অস্কার আয়োজনের চিন্তাভাবনা

২৪ জুন ২০১০

চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার হিসেবে ধরা হয় এ্যাকাডেমি এ্যাওয়ার্ড বা অস্কারকে৷ এবার বছরের শুরুতেই এই অনুষ্ঠানকে এগিয়ে আনার চিন্তা করছে আয়োজক কমিটি৷

https://p.dw.com/p/O1NN
অস্কার পুরস্কারছবি: AP

অনেক বছর ধরেই অস্কার আয়োজিত হয়ে আসছিল প্রতি বছরের মার্চ মাসের শেষ দিকে৷ তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সময় এগিয়ে আনা হয় ফেব্রুয়ারি মাসে৷ আগামী বছর ৮৩ তম অস্কার অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি৷ কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই এতে আপত্তি জানিয়ে আসছিলেন৷ তাঁরা দাবি করে আসছেন, অস্কারের জন্য হলিউডের ছবিগুলোকে অনেকদিন ধরে অপেক্ষা করতে হয়৷ তাই এই সময়টিকে এগিয়ে আনা হোক৷ এক হিসেবে তাঁদের কথা সত্য, কারণ হলিউডের অনেক নামকরা ছবি নির্মাতা কোম্পানি তাঁদের বড় বড় ছবিগুলো বছরের শেষদিকে মুক্তি দিয়ে থাকে৷ কারণ এই অস্কার অনুষ্ঠানের সময়৷

যাই হোক, হলিউড সংশ্লিষ্টদের এসব দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি অস্কার আয়োজক কমিটি বৈঠক করেছে৷ বুধবার এ্যাকাডেমি এ্যাওয়ার্ডের বোর্ড অফ গভর্নরস এক বিবৃতিতে জানিয়েছে যে অস্কারের সময় জানুয়ারি মাসে এগিয়ে আনার কথা চিন্তা করছেন তাঁরা৷ তবে এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কমপক্ষে ২০১২ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন তাঁরা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক