1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড়মাপের ভূমিকম্পের কবলে পড়ার আশঙ্কা বলিভিয়ার

৮ মে ২০১১

বলিভিয়ার দুই মিলিয়ন মানুষ যেকোন মুহূর্তে বিশাল বড়মাপের ভূমিকম্পের শিকার হতে পারে৷ বলছে সাম্প্রতিক এক গবেষণা৷ রবিবারেই জানা গেল এই নতুন তথ্য৷

https://p.dw.com/p/11Bkp
জাপানে ভূমিকম্পের ধ্বংস চিহ্নছবি: AP

নেচার জিওসায়েন্স পত্রিকার রবিবারের সংস্করণেই প্রথম এই সংবাদটি জানিয়ে দিলেন গবেষকরা৷ বলা হল, বলিভিয়ায় যে ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছিল এতদিন ধরে তার মাত্রা নাকি চরম হবে৷ চরম মানে কতটা? তারও উত্তর মিলেছে৷ বলা হয়েছে, এই কম্পনের মাত্রা হতে পারে ৮.৯৷ আগে যা আশঙ্কা ছিল তার ১২৫ গুণ বেশি!

হাওয়াই মানোয়া বিশ্বিদ্যালয়ের যে গবেষকদলটি এই বিষয় নিয়ে এতদিন মাথা ঘামাচ্ছিলেন, তাঁদের তরফ থেকে গবেষকদলের নেতা বেঞ্জামিন ব্রুকস সংবাদসংস্থা এএফপি-র সঙ্গে কথা বলেন রবিবারেই৷ ব্রুকস জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে বলিভিয়ার সেসমিক ইতিহাস ঘেঁটে আমাদের ধারণা হয়েছিল, সেদেশে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কোন অবস্থাতেই ৭.৫-এর মাত্রা ছাড়াবে না৷ কিন্তু, জিপিএস বা গ্লোবাল পোজিশনিং সিস্টেমের আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করে নতুন যে তথ্য আমাদের সামনে উঠে এসেছে, তা রীতিমত ভয় ধরিয়ে দেওয়ার মতই৷'

জিপিএসের কাছে পাওয়া নতুন তথ্য থেকে ভূমিকম্পের বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে পারলেও কবে বা কখন এই কম্পনের কবলে পড়বে বলিভিয়া, তা জানাতে পারেন নি বিজ্ঞানীরা৷ আদৌ এই ভয়াবহ কম্পন বলিভিয়ার দুই মিলিয়ন মানুষের নিয়তি হয়ে আছড়ে পড়বে কিনা, তাও সুনিশ্চিত নয়৷ যদিও একটা সুসংবাদ রয়েছে৷ এমনিতেই বলিভিয়া ভূকম্পন প্রবণ এলাকার মধ্যে পড়ে৷ সেক্ষেত্রে ছোট মাপের একাধিক ভূমিকম্প হয়তো বা এই বড় দুর্যোগকে কাটিয়ে দিতেও পারে৷ সেরকম হওয়াটাই মঙ্গলের হবে৷ তাতে অন্তত ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন মারাত্মক হবে না বলেই বিজ্ঞানীদের আশা৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম