1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড্ড রোগা হয়ে গেছি - অ্যাঞ্জেলিনা জোলি

১১ ফেব্রুয়ারি ২০১১

এবার খাবার নিয়ে বিতর্কে জড়িয়ে গেলেন হলিউডের মারকুটে নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি৷ বললেন, আর নয় উদ্ভিজ্জ খাবার৷ অনেক হয়েছে৷

https://p.dw.com/p/10Fex
অ্যাঞ্জেলিনা জোলিছবি: DW-TV

কেন এমনটা বললেন এই অভিনেত্রী? আইরিশ পত্রিকা ইনডিপেনডেন্টের কাছে বলেছেন তিনি দীর্ঘদিন প্রাণিজ খাবার থেকে দূরে ছিলেন৷ তাঁর খাদ্য তালিকায় সব সময় থাকতো উদ্ভিজ্জ খাবার-দাবার৷ সঙ্গে অবশ্য দুধ কিংবা পনিরও থাকতো৷ কিন্তু এক সময় তিনি অনুভব করলেন, শরীর যেন শক্তিহীন হয়ে পড়ছে৷ রোগা হয়ে যাচ্ছেন৷ মাঝে মাঝেই দুর্বল বোধ করছেন৷ তিনি বললেন, ‘এই খাবার যেন আমাকে ধীরে ধীরে মেরে ফেলছিল৷ আমি যথাযথ পুষ্টি পাচ্ছিলাম না৷ এভাবে তো আর বেশিদিন চলতে পারে না৷ তাই আমি সরে এসেছি উদ্ভিজ্জ খাবার থেকে৷ আবার খেতে শুরু করেছি প্রাণিজ আমিষ৷'

তবে নিজে ভেজ খাবারের উপর থেকে মুখ ফিরিয়ে নিলেও তাঁর সন্তানদের কিন্তু ‘ভেজিটারিয়ান' করেই রেখেছেন৷ বললেন, আমি মনে করছি বাচ্চারা উদ্ভিজ্জ খাবার থেকে বেশ পুষ্টি পাচ্ছে৷ তাদের স্বাস্থ্যও বেশ ভালো৷

বিতর্ক শুরু হলো এ নিয়েই৷ কারণ নিজে পুষ্টি পাচ্ছে না বলে আবার মাছ মাংসে চলে এলেন আর বাচ্চাদের রেখে দিলেন গাছ গাছড়ার কাছেই! এক মুখে দুই ধরণের কথা! এই বক্তব্যের পর এগিয়ে এলো অ্যামেরিকান ডায়াটেটিক এসোসিয়েশন৷ বললো, সব ভুয়া কথা৷ মানুষের ভালো স্বাস্থ্য থাকবার সব কিছুই আছে উদ্ভিজ্জ খাবারে৷ তাই দুঃশ্চিন্তা নয়৷ মজা করে খান ভালো খাবার! অবশ্য এ নিয়ে আর কথা বাড়াননি এই অ্যাকশান হিরোইন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী