বন্ধুর জন্য, বন্ধুদের পাঠানো ঈদের শুভেচ্ছা... | পাঠক ভাবনা | DW | 17.07.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বন্ধুর জন্য, বন্ধুদের পাঠানো ঈদের শুভেচ্ছা...

‘‘আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আমার ও আমার ক্লাবের পক্ষ থেকে ডয়চে ভেলের সকল কর্মী, কলা-কুশলীসহ সকল শ্রোতাবন্ধুদের জানাই ‘ঈদ মোবারক'৷ ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ৷ প্রতিটা ঘরে ঘরে বেজে উঠুক সুখ ও আনন্দের বাজনা৷''

এভাবেই জগন্নাথদী, মোল্যা বাড়ি, মধুখালী , ফরিদপুর থেকে ই-মেল মারফত ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু মো. কামাল হোসাইন৷ তিনি আরো লিখেছেন, ‘‘সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে৷ সকলের অংশগ্রহণের মাধ্যমে ঈদ হোক অন্যরকম মজাদার৷''

উনি ছাড়াও ই-মেলে শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম থান্দার, শরীফ ইসলাম, এমএ বারিক, রনি হোসেন, শাহীনূর আলম, প্রফেসর আশরাফুল ইসলাম, রাজ্জাক হোসেনসহ আরো অনেকে৷

ফেসবুকেও ঈদ উপলক্ষ্যে ডিডাব্লিউ-র কর্মীদের শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন নাজমুল শাহ, অসিত কুমার দাস মিন্টু ও অন্যান্যরা৷

আগে যাঁরা টেলিফোন করতেন তাঁরা এখন আর সেভাবে ফোন না করলেও, আমাদের একেবারে ভুলে যাননি৷ আর তারই প্রমাণ পাওয়া যায় কোনো উপলক্ষ্য এলে৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ ফোনে শুভেচ্ছা জানিয়েছেন মো. হায়দার মাষ্টার, গোলাম সারোয়ার, তুহিন এবং কাঞ্চন৷

মুসলমানদের সবচেয়ে বড় দু'টি ধর্মীয় উৎসবের একটি ঈদ-উল ফিতর৷ সে উপলক্ষ্যে ডয়চে ভেলের সকল পাঠক, দর্শক ও বন্ধুদেরও জানাই ঈদ মোবারক৷ বলা বাহুল্য, প্রতিবারের মতো এবারও ই-মেল, ফেসবুক ও টেলিফোনে আপনাদের পাঠানো শুভেচ্ছা-বার্তা আমাদের জন্য অনেক আনন্দ বয়ে এনেছে৷ এর জন্য অনেক অনেক ধন্যবাদ৷ আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী সকলকে নিয়ে দিনটি আপনাদের আনন্দে কাটুক – এটাই আমাদের একান্ত কামনা৷ আর হ্যাঁ, শুধু কোনো উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা জানানো নয়, সারা বছরই আপনারা আমাদের সাথে থাকুন ফেসবুকে, জানান বিভিন্ন বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত৷ বহুদিন আপনাদের কাছে সরাসরি লেখা হয়নি, তাই এই সুযোগে সেই ধন্যবাদ জানিয়ে রাখছি৷ এভাবেই সাথে সাথে থাকবেন, জানাবেন আপনাদের ভালো লাগা ও না লাগার কথা৷ আবারও সকলকে ঈদ মোবারক!

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন