1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বন্ধু, কী খবর বল? কতদিন দেখা হয়নি...’

১ আগস্ট ২০১০

যে মুখ হারিয়ে গেছে, তাকে যদি নতুন করে ফিরে পাওয়া যায়? যে উত্তাপ, মনে হয়েছিল হয়তো বা নিভে গেছে, সে যদি আবার ফিরে আসে বুক জুড়ে? হয় কী এমন কিছু? হয়, হতে পারে, বন্ধুত্বের দিনে৷

https://p.dw.com/p/OZOy
অগাস্ট মাসের প্রথম রবিবারটাই সেই দিন (ফাইল ফটো)ছবি: dpa

অগাস্ট মাসের প্রথম রবিবারটাই সেই দিন৷ বন্ধুকে মনে করার দিন৷ বন্ধুত্বকে ফিরিয়ে আনার দিন৷ নতুন করে বন্ধুত্ব করার দিন৷ বন্ধুত্ব আরও আরও ঘনিষ্ঠ করার দিন৷ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস৷ ফ্রেন্ডস ডে৷ খুঁজলে দেখা যাবে এমন বহু আলাদা করে বন্ধুত্বের মার্কা মারা দিন বা সপ্তাহ বা মাস আছে আন্তর্জাতিক ক্যালেন্ডারে৷ যেমন মে মাসের প্রথম সপ্তাহটাকে বলা হয় বন্ধুত্ব উদযাপন সপ্তাহ৷ যেমন, আর্জেন্টিনা, উরুগুয়ে এমন কিছু দেশ বিশে জুলাই তারিখটায় ‘দিয়া দেল আমিগো' পালন করে৷ স্প্যানিশ ভাষায় যার অর্থ, ওই বন্ধুদের দিন৷ পোর্তুগালের লোকজন আবার ১৮ এপ্রিলটা সারাদিন কাটায় ‘দিয়া দো আমিগো'৷ মানে হচ্ছে বন্ধুর দিন৷

তো, বন্ধুর জন্য, বন্ধুকে নিয়ে দিন, সপ্তাহ, মাস এমন কতকিছুই খুঁজলে মিলবে৷ কিন্তু সেইসব দিনের জন্যই কী বন্ধুরা? না, না, হরগিজ নয়৷ বন্ধু, দোস্তো, ইয়ার, ফেরেন্ড, গলাগলি এই ব্যাপারটা চাই সারা বছর৷ সবসময়ে৷ বন্ধু ছাড়া জীবনযাপন যেন নুন ছাড়া খাবারদাবারের মত বিস্বাদ৷

Bild Ewiges Love von Vladimir Moldavsky Flash
চলুন বন্ধুত্বের দিনে সব সংঘাত ভুলে যাইছবি: DW

কিন্তু বন্ধু কে? বন্ধু কেমন ? বন্ধুর কাছে কী চাও? বন্ধুও কী কিছু চায় তোমার কাছে? মাটি করেছে! এইখানেই যত গোলমালের সূত্রপাত৷ খাঁটি বন্ধুত্ব মানে তাতে কোন শর্ত নেই৷ তাতে কোন বোঝাপড়াও নেই৷ তাহলে আছেটা কী? লবডঙ্কা?

নাঃ! আছে ভালোবাসা৷ পারস্পরিক শ্রদ্ধা এবং পরস্পরের জন্য দায়ে দফায় ঝাঁপ দেওয়ার মত মানসিক আস্থা৷ এবং কেন? তাহলে তারও উত্তর আছে৷ বলা যায়, বন্ধুত্ব বিষয়টা আসলে অপ্রয়োজনীয়৷ যেমন শিল্প, যেমন দর্শন৷ এইসবই স্বল্পায়ু৷ কিন্তু এগুলোর যেকোন একটাকে যদি বাদ দেওয়া যায়, তাহলে সেই জীবনযাপনটা হয়ে যায় সম্পূর্ণ ভিত্তিহীন, একঘেঁয়ে, মূল্যহীন৷ তাই...

বন্ধুত্বের দরকার বেঁচে থাকতে হবে বলে৷

বন্ধুর জন্য আজকের দিনটায় তাই বন্ধুদের কথা মনে করতে হবে বৈকি!

তবে এ বিষয়ে আলবেয়র কামুর একটা কোটেশন বা উদ্ধৃতি দেওয়ার লোভ সামলাতে পারছি না৷ কামু বলছেন, ‘আমার সামনে দিয়ে হেঁটো না৷ আমি তোমায় অনুসরণ না করতেও পারি৷ আমার পিছনে এসো না৷ আমি নেতৃত্ব দেওয়ার মত কেউ নই৷ আমার পাশে পাশে হাঁটো৷ এসো, আমরা বন্ধু হয়ে যাই৷'

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম