1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা

আরাফাতুল ইসলাম১৩ জানুয়ারি ২০১৫

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এক খবর নাড়া দিয়েছে অনেককে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি লাইভ টেলিভিশন অনুষ্ঠানে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যাকে৷

https://p.dw.com/p/1EJVa
Bildergalerie Bengalisches Neujahr in Frankfurt
ছবি: DW/A. Islam

রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন মঙ্গলবার৷ আর জন্মদিনের সকালে চ্যানেল আইয়ে একটি লাইভ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছিলেন তিনি৷ অনুষ্ঠানে আবার দর্শকরা ফোন করে বিভিন্ন গানের অনুরোধ করতে পারেন৷ সেরকম এক ফোন ধরে হতভম্ব উপস্থাপিকা৷ শুধু তিনি নন, বন্যাও যারপরনাই বিস্মিত৷

ফোনটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷ বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেন তিনি৷ সাংবাদিক প্রভাষ আমিন ফেসবুকে এই বিষয়ে লিখেছেন, ‘‘এটা আসলে কোনো চমক নয়৷ আগের দিন বিকালে বেগম খালেদা জিয়াকে তীব্র আক্রমণ করে বিতর্কের ঝড় তোলা শেখ হাসিনা পরদিন সকালে ছোট বোনকে পাশে বসিয়ে টিভিতে রবীন্দ্রসংগীত শুনছেন, এটাই শেখ হাসিনা

তিনি লিখেছেন, ‘‘সরাসরি টিভিতে ফোন করে রেজওয়ানা চৌধুরী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, এটা তাঁর পক্ষেই সম্ভব৷ রাজনীতির শত জটিলতা বাদ দিলে শেখ হাসিনা একজন আটপৌরে বাঙালি, পাশের বাড়ির বড় বোনের মত৷''

শেখ হাসিনার এই ফোনালাপ ফেসবুকে শেয়ার করেছেন অসংখ্য মানুষ৷ তাঁর ব্যক্তিত্বের এই দিকটি ভালো লেগেছে অনেকের৷ এর আগেও শেখ হাসিনা এভাবে চমকে দিয়েছেন অনেককে৷ সাংবাদিক অঞ্জন রায় এই নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘‘নির্মলেন্দু গুন হাসপাতালে, শোনার পরেই তাঁর কষ্ট লাগছে – গুনদার পাশে সেই কারণেই নির্ভরতার হাত৷ বন্যা আপার জন্মদিন, সেই তারই মনে হয় – শুভকামনার কথা৷ বরেণ্য শিল্পী খলিলের জন্য তারই তো বেদনা জেগে ওঠে৷ মনে আছে, একমাত্র তিনিই পাঁচ কিলোমিটার পথ হেঁটে দেখতে গিয়েছিলেন রক্তাক্ত হুমায়ুন আজাদ স্যারকে৷ ধন্যবাদ আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী৷''

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে খোশ মেজাজে বন্যাকে শুভেচ্ছা জানালেও আগের দিন বিকেলেই বেশ কড়া ভাষায় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আক্রমণ করেছেন শেখ হাসিনা৷ সেসময় খালেদা অবরুদ্ধ নন এবং চাইলে বাড়ি যেতে পারেন বলে মন্তব্য করেন তিনি৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সেই বক্তব্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে৷