1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যা পরিস্থিতি দেখতে অ্যাঞ্জেলিনা পাকিস্তানে

৭ সেপ্টেম্বর ২০১০

হলিউড স্টার অ্যাঞ্জেলিনা জোলি পাকিস্তানের বন্যা দুর্গতদের দেখতে আজ মঙ্গলবার ইসলামাবাদ পৌঁছেছেন৷ দেশটিতে এযাবতকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২ কোটি ৮০ লাখ মানুষের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে জোলির এই সফর৷

https://p.dw.com/p/P5td
হলিউড, স্টার, অ্যাঞ্জেলিনা, জোলি, Hollywood, United Nations High Commission for Refugees (UNHCR), Angelina Jolie
হলিউড স্টার অ্যাঞ্জেলিনা জোলিছবি: AP

জাতিসংঘ শরণার্থী সংস্থা এই কথা জানিয়েছে৷ দুর্গত মানুষের সঙ্গে দেখা করার পাশাপাশি সাহায্যের জন্যে তাদের জরুরি প্রয়োজনগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন জোলি৷ জাতিসংঘ শরণার্থী সংস্থার ভ্রাম্যমাণ দূত ৩৪ বছর বয়সি এই হলিউড অভিনেত্রী পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের দুর্গত এলাকা পরিদর্শন করবেন এবং ত্রাণ কাজে সক্রিয়দের সঙ্গে কথা বলবেন৷

অ্যাঞ্জেলিনা জোলি ২০০১ সালে জাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছা দূত নির্বাচিত হবার পরে এই নিয়ে চতুর্থবারের মত পাকিস্তান সফর করছেন৷ পাকিস্তানের ত্রাণ কাজে সবার সহায়তার জন্যে গত সপ্তাহে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বিশ্ববাসীর প্রতি আবেদন জানান জোলি৷ পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্যে জোলি নিজে এক লাখ ডলার সাহায্য দিয়েছেন৷

৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় গৃহহীনদের জন্যে ত্রাণ ও আশ্রয় সরঞ্জামের ব্যবস্থা করছে ইউএনএইচসিআর৷ সরকারি হিসেবে পাকিস্তানের বন্যায় এই পর্যন্ত ১,৭৬০ জনের মৃত্যু হয়েছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন