1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ববস্-এর বাংলা প্রতিযোগীদের সংবর্ধনা দিল আমার ব্লগ

১৯ এপ্রিল ২০১১

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলা ব্লগারদের সংবর্ধনা দিল আমার ব্লগ৷ ব্লগ সাইটটির তিন বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়৷ এতে উপস্থিত ছিলেন শতাধিক বাংলা ব্লগার৷

https://p.dw.com/p/10vu5
আমার ব্লগছবি: sabrina.amarblog.com

ডয়চে ভেলের এবারকার ব্লগ প্রতিযোগিতায় কোন বাংলা ব্লগই ‘‘জুরি অ্যাওয়ার্ড'' জয় করতে পারেনি৷ তবে, অনলাইন ভোটে ‘‘ইউজার প্রাইজ'' জয় করে তিনটি বাংলা ব্লগ৷ এগুলো হচ্ছে ‘স্পেশাল টপিক অ্যাওয়ার্ড হিউম্যান রাইটস' বিভাগে আদিবাসী বাংলা ব্লগ ডাব্লিউফোরস্টাডি ডটকম, ‘বেস্ট সোশ্যাল এক্টিভিজম ক্যাম্পেইন' বিভাগে অমি রহমান পিয়াল এর বাংলা ব্লগ এবং ‘সেরা বাংলা ব্লগ' আরিফ জেবতিক এর ব্লগ৷

আমার ব্লগ-এর অনুষ্ঠান প্রসঙ্গে ব্লগার আরিফ জেবতিক ডয়চে ভেলেকে বলেন, ববস্ এর এবারকার বাংলা প্রতিযোগীদের আমার ব্লগ এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়৷ সেরা ব্লগ বিভাগে প্রতিযোগিতায় অংশ নেওয়া সাবরিনা সুলতানা চট্টগ্রামে অবস্থান করায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি৷ তার পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন অপর ব্লগার সালমা মাহবুব৷

আরিফ জেবতিক জানান, ভবিষ্যতে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতায় আরো ভালোমানের বাংলা ব্লগের অংশগ্রহণের বিষয়ে অনুষ্ঠানে আলোচনা হয়৷ এধরনের প্রতিযোগিতা ব্লগারদের মাঝে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে৷ আগামীতে বাংলাদেশ বিষয়ক ইংরেজি ব্লগও এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী৷

ঢাকার ধানমন্ডিস্থ বিলিয়া-য় অনুষ্ঠিত আমার ব্লগের বর্ষপূর্তি উৎসব ইন্টারনেটে প্রদর্শনের ব্যবস্থা করা হয়৷ জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলা ব্লগাররা ইন্টারনেটে এই উৎসব উপভোগ করেন৷

উল্লেখ্য, বাংলা ১৪১৫ সনের ১লা বৈশাখ আমারব্লগ ডটকম এর পথ চলা শুরু হয়৷ সাইটটির কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, শুধু মাত্র ব্লগিং নয়, সামাজিক দায়ভারও পালন করছেন আমারব্লগের ব্লগাররা বিভিন্ন ভাবে৷ আন-মডারেটেড ব্লগ হিসেবে এটি বেশ সমাদৃত৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান