1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সামটাইমস ইট স্নোজ ইন এপ্রিল'

২৫ এপ্রিল ২০১৬

এপ্রিল মাসে নাকি আবহাওয়ার কোনো ঠিক-ঠিকানা থাকে না৷ কখনও অন্ধকার, কখনও রোদ, প্রচন্ড গরম, আবার কখনও ঠান্ডা, বৃষ্টি৷ কিন্তু তাই বলে বরফ? হ্যাঁ, রবিবার হঠাৎ করেই হালকা বরফ পড়ে জার্মানিতে৷ ঠিক প্রিন্সের সেই গানটার মতো...৷

https://p.dw.com/p/1Ic3D
প্রিন্স রজার্স নেলসন
ছবি: picture-alliance/dpa/Keystone USA

জনপ্রিয় মার্কিন সংগীত শিল্পী প্রিন্স রজার্স নেলসন মাত্র ক'দিন আগে চলে গেছেন না ফেরার দেশে৷ মাত্র ৫৭ বছর বয়সে চিরতরে হারিয়ে গেলেন তিনি৷ কিন্তু তাঁর লেখা, গাওয়া গানগুলো থেকে গেছে৷

শুধু থেকেই যায়নি, মিনেসোটা থেকে তাঁর মৃত্যুর খবর আসা পর্যন্ত ইউটিউবে লক্ষ-কোটিবার ‘কিস', ‘পারপেল রেইন' বা ‘লেটস গো ক্রেজি'-র মতো গানগুলো শুনেছেন অগুণতি মানুষ, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রিন্সের ‘ডাইহার্ট ফ্যান'-রা৷ এমনকি যাঁরা গত ১৫-২০ বছরে প্রিন্সের একটা গানও শোনেননি, তাঁরাও উপচে পড়েছেন ইউটিউবে, প্রিন্সের গান শেয়ার করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

আর ঠিক সে সময়ই ‘সামটাইমস ইট স্নোজ ইন এপ্রিল' গানটি যেন বাস্তব হয়ে উঠেছে, পেয়েছে প্রাণের ছোঁয়া৷ প্রিন্সের কথামতো এই এপ্রিলে সত্যি সত্যিই বরফ পড়েছে জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটা দেশে৷

আপনি কি দেখেছেন? শুনেছেন গানটা? জানিয়ে দিন আমাদের, লিখুন নীচের ঘরে৷

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান