1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডের শ্রেষ্ঠ বাবা অমিতাভ বচ্চন

২১ জুন ২০১০

বলিউডের কালজয়ী অভিনেতা অমিতাভ বচ্চন বলিউডের ‘শ্রেষ্ঠ বাবা' নির্বাচিত হয়েছেন৷ বিশ্ব ‘বাবা দিবস' উপলক্ষে জনপ্রিয় ওয়েবসাইট শাদি ডটকম আয়োজিত 'মাই ড্যাডি স্ট্রংগেস্ট' পোলে অমিতাভ বচ্চন শ্রেষ্ঠ বাবার আসনে অধিষ্ঠিত হয়েছেন৷

https://p.dw.com/p/NyCL
বলিউডের কালজয়ী অভিনেতা অমিতাভ বচ্চন (ফাইল ছবি)ছবি: UNI

৮৫ হাজারেরও বেশি মানুষ এই পোলের জন্য ভোট দেয়৷ এখানে অমিতাভ বচ্চন ৬০.৬ ভাগ ভোট পেয়ে বলিউডের শ্রেষ্ঠ বাবা নির্বাচিত হয়েছেন৷ অন্যদিকে দক্ষিণ ভারতের তামিল অভিনেতা রজনীকান্ত ভোট পেয়েছেন ৪২ ভাগ৷ এ পোলটির মাধ্যমে প্রকাশ পায়, অমিতাভ ও রজনীকান্ত শুধু ছবির জগতেই নয়, বাস্তব জীবনেও বাবা হিসেবে তাঁদের আদর্শকে স্বগর্বে ধরে রেখেছেন৷

এদিকে, বাবার কাজই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বললেন বারাক ওবামা৷ বাবা দিবস উপলক্ষে এক আবেগঘন বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, প্রেসিডেন্ট হিসেবে তাঁর কাজ নয়, বরং বাবার কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ তিনি বলেন, এই বাবা দিবসে আমি ধন্য দুই ফুটফুটে সুন্দরী কন্যার বাবা হতে পেরে৷ বলে রাখা ভালো, ওবামার বড় মেয়ে মালিয়া, বয়স ১১ এবং ছোট মেয়ে সাশা ৯ বছরের৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়