1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডে ছবি করতে আগ্রহী ‘এক্স-মেন’ তারকা জ্যাকম্যান

২৭ মার্চ ২০১১

ভারতের মুম্বই শহরে হয়ে গেল এশিয়ার বৃহত্তম বিনোদন সভা৷ এটির সমাপনী অনুষ্ঠানে যোগ দেন ‘এক্স-মেন’ খ্যাত হলিউডের জনপ্রিয় তারকা হাগ জ্যাকম্যান৷ শাহরুখ খান ও ঐশ্বরিয়া রায়ের সাথে তিনি নেচে গেয়ে মাতালেন মুম্বই৷

https://p.dw.com/p/10i49
Science, Fiction, Film, X-Men, Hugh Jackman, এক্স-মেন, ছবি, ওলভারিন, ভূমিকা, জ্যাকম্যান, বলিউড, ছবি, আগ্রহী, তারকা
এক্স-মেন ছবিতে ওলভারিন এর ভূমিকায় জ্যাকম্যানছবি: picture-alliance / dpa

অনুষ্ঠানের এক পর্যায়ে বলিউডের প্রতি নিজের টানের কথা প্রকাশ করেন জ্যাকম্যান৷ বললেন, ‘‘ভারতীয় ছবি প্রতি বছরই উন্নতি করছে৷ ‘মৌসুমী বিয়ে' এবং অস্কার বিজয়ী ছবি ‘স্লামডগ মিলিওনেয়ার' এর মতো কিছু ভালো ছবি ভারতের মান-সম্মান আরো বাড়িয়ে দিয়েছে৷ আমি আশা করি যে, কোন একদিন বলিউড ছবিতে কাজ করবো৷''

জ্যাকম্যানের সাথে কণ্ঠ মিলিয়ে শাহরুখ খানও বললেন যে, সাম্প্রতিক সময়ে ভারতের চলচ্চিত্র শিল্পে অনেক পরিবর্তন এসেছে৷ ডিজনি, প্যারামাউন্ট, ফক্স এবং ওয়ার্নার-এর মতো বড় মাপের বিদেশি চলচ্চিত্র স্টুডিওগুলো এখন ভারতের ছবি প্রযোজনা এবং বিপণনের কাজ করছে৷

এদিকে, মুম্বই এসে ‘এফআইসিসিআই ফ্রেমস এক্সেলেন্স ইন্টারন্যাশনাল অনার' পদক গ্রহণ করলেন জ্যাকম্যান৷ আর একই অনুষ্ঠানে আন্তর্জাতিকভাবে বিখ্যাত বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন পেলেন ‘ডিকেড অফ গ্লোবাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড'৷ বর্ষসেরা ছবি মনোনীত হয়েছে সালমান খানের ‘দাবাঙ'৷

সেরা নতুন অভিনেত্রীর পদক পেলেন একই ছবির তারকা সোনাক্ষি সিনহা৷ ‘মাই নেম ইজ খান' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হলেন শাহরুখ খান৷ একই ছবির জন্য সেরা পরিচালকের পদক পান করণ জোহর৷ ‘ইশকিয়া' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নেন বিদ্যা বালান৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক