1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউড ছাড়াই আইপিএল ফাইনাল!

২৫ এপ্রিল ২০১০

একদিকে ৩৭ বছরের বিশ্বখ্যাত ক্রিকেট ব্যক্তিত্ব, আর অন্যদিকে জাতীয় দলের ‘শক্তিশালী’ অধিনায়ক৷ একজনের ঝুলিতে ক্রিকেটের নিত্যনতুন সব রেকর্ড, অন্যজন উইকেটের অতন্দ্র প্রহরী৷ বলছি শচীন টেন্ডুলকর আর মহেন্দ্র সিং ধোনির কথা৷

https://p.dw.com/p/N5em
৩৭- এ পা দিলেন টেন্ডুলকরছবি: UNI

ক্রিকেটের ছোট কিন্তু বাণিজ্যের বড় আসর আইপিএল-এর ফাইনালে মুখোমুখি এই দু'জন৷

রবিবার আইপিএল তৃতীয় আসরের ফাইনালে মুম্বইয়ে মাঠে নামছে শচীন এর মুম্বই ইন্ডিয়ানস, বিপক্ষে ধোনির দল চেন্নাই সুপার কিংস৷ বোঝাই যাচ্ছে, আইপিএল এর সাম্প্রতিক ম্যাচ পাতানোর অভিযোগ আর অর্থ কেলেঙ্কারিকে পাশে ঠেলে খেলা হবে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ৷ অন্তত দুই দল তেমনটাই আভাষ দিচ্ছে৷

অবশ্য মুম্বই ইন্ডিয়ানসদের সমর্থকরা কিছুটা দুশ্চিন্তাতেই আছেন বলা যায়৷ কারণ তাদের নায়ক, বা ‘মহানায়ক' বললেও ভুল হবে না, টেন্ডুলকরের ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে৷ শনিবার ৩৭তম জন্মদিনের দিনেও ক্রিকেটের এই জাদুকর নিশ্চিত করে জানাতে পারলেন না ফাইনালে মাঠে নামবেন কিনা৷ গত বুধবার রয়েল চ্যালেঞ্জার্স এর বিরুদ্ধে সেমিফাইনালে ডান হাতে চোট পান শচীন৷ সেলাইও নাকি পড়েছে পাঁচটি৷ ফলে মুম্বইয়ের অধিনায়ক রবিবার শেষ পর্যন্ত মাঠে নামবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে৷

Mahendra Singh Dhoni
ধোনির মুখে বিজয়ের শেষ হাসি দেখাটা একেবারে অবান্তর কল্পনা নয়ছবি: AP Images

চলুন নজর দিই, দু'দলের পরিসংখ্যানের দিকে৷ আইপিএল-এর গত দুই আসরে একবারও ফাইনাল পর্যন্ত যেতে পারেনি ‘লিটল মাস্টার' এর মুম্বই ইন্ডিয়ানস৷ এমনকি দেখাতে পারেনি বড় কোন সাফল্য৷ অথচ এই দলের পেছনে মুকেশ আম্বানির বিনিয়োগ প্রায় ১১২ মিলিয়ন মার্কিন ডলার! তবে, চেন্নাই সুপার কিংস কিন্তু আইপিএল-এর প্রথম আসরেই পৌঁছে গিয়েছিল ফাইনালে৷ সেবার কাপ না জিতলেও এবার তাদের আত্মবিশ্বাস চূড়ান্ত পর্যায়ে৷ আর তাই ধোনির মুখে বিজয়ের শেষ হাসি দেখাটা একেবারে অবান্তর কল্পনা নয়৷

ও আচ্ছা, আরেকটি খবর৷ আইপিএল জুড়ে বলিউডের নানা আনাগোনা থাকলেও ফাইনালে তা থাকছে না৷ যে দু'দল ৫৫,০০০ দর্শকের সামনে খেলবে, তাদের কোনটিরই মালিক বলিউড তারকারা নয়৷ কিন্তু তারপরও, ১৮০ মিনিটের ফাইনাল কি কোন বলিউড ফিল্মের চেয়ে কম উত্তেজনা দেবে?

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়