1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউড বাদশার সফরের জন্য প্রস্তুত ঢাকা

৯ ডিসেম্বর ২০১০

বিশ্বকাঁপানো বলিউড বাদশা শাহরুখ খান বৃহস্পতিবার রাতেই পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের মাটিতে৷ তাই শাহরুখ ভক্তদের তো বটেই চলচ্চিত্র প্রেমিক বাঙালিদের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা৷ কিং খানকে স্বাগত জানাতে প্রস্তুত ঢাকা৷

https://p.dw.com/p/QTlQ
shahrukh, Khan, Celina, Jaitley, Temptation, concert, Dortmund Germany, Dhaka, Bangladesh, Dance, Culture, Entertainment, ঢাকা, শাহরুখ, নাচ, প্রতীক্ষায় ভক্তরা, বলিউড, বাদশা, বাংলাদেশ, বিনোদন
ঢাকায় শাহরুখের এমন নাচের প্রতীক্ষায় ভক্তরা প্রহর গুনছেনছবি: DW

নিজের চার্টার্ড বিমানে করে ঢাকায় নামছেন কোটি ভক্তের প্রিয় মুখ কিং খান৷ শাহরুখের সঙ্গে আসছেন তাঁর স্ত্রী গৌরি খান, ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা৷ আয়োজক সূত্রের খবর, ঢাকায় নেমেই হোটেল রেডিসনে উঠবেন শাহরুখ৷ জানা গেছে, বিমানবন্দর থেকে হোটেল রেডিসন পর্যন্ত আসার জন্য শাহরুখ ও তাঁর সফরসঙ্গীদের জন্য ১০ টি বিএমডাব্লিউ গাড়ির ব্যবস্থা করা হয়েছে৷ শাহরুখ আর তাঁর দলবলের রাত্রি যাপনের জন্য হোটেল রেডিসনে রাখা হয়েছে ৩৫ টি কক্ষ ৷

শাহরুখের আগমনের কারণে হোটেল রেডিসন ও তার আশেপাশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা৷ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পরই নাকি শাহরুখের দায়িত্ব নেবেন ব়্যাব ও পুলিশের দেড় শতাধিক সদস্যের স্কোয়াড৷ এছাড়াও শাহরুখের নিজস্ব ১২ জন নিরাপত্তা কর্মী তো থাকছেনই৷

শাহরুখের সঙ্গে আসছেন তাঁর দীর্ঘদিনের প্রিয় সহকর্মী জনপ্রিয় বলিউড তারকা রানী মুখার্জী ও অর্জুন রামপাল৷ সাথে আরও আসছেন কণ্ঠশিল্পী নিরাজ শ্রীধার এবং শেফালী জরিওয়ালাসহ ৪৮ জনের একটি নৃত্যদল৷ শুক্রবার সকাল থেকেই শুরু হবে শাহরুখ খানের ঢাকা কনসার্টের আনুষ্ঠানিকতা৷ সাংবাদিকদের মুখোমুখি হওয়া থেকে শুরু করে ঢাকার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ সবকিছুই তিনি সারবেন বিকেলের আগেই৷

বিকেল থেকেই আর্মি স্টেডিয়ামে শুরু হবে ১০ ঘণ্টা ব্যাপী একটানা জমকালো কনসার্ট 'কিং খান লাইভ ইন ঢাকা'৷ অন্তর শোবিজের আয়োজনে এই কনসার্টের জন্য কয়েক মাস ধরে অধীর অপেক্ষায় আছেন শাহরুখ ভক্তরা৷ শাহরুখের কনসার্টকে কেন্দ্র করে ঢাকায় এখন সাজ সাজ রব৷ দেশজুড়ে সব শ্রেণী পেশার আড্ডায়, চায়ের টেবিলে সর্বত্রই আলোচনার ঝড়৷ এরই মধ্যে অনুষ্ঠানে সাধারণ দর্শকদের জন্য বরাদ্দকৃত সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে খবর৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান