1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বসনিয়াকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু জার্মানির

৪ জুন ২০১০

দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানোর আগে বসনিয়া হ্যারৎসোগোভিনাকে ৩-১ গোলে হারালো ফিলিপ লাম'এর দল৷ ফ্রাঙ্কফুর্টের এই প্রদর্শনী ম্যাচের পর এবার কয়েকদিনের জন্য ছুটি কাটাবে কোচ ল্যোভ'এর বাহিনী৷

https://p.dw.com/p/NhWj
বসনিয়ার বিরুদ্ধে ম্যাচে পোডলস্কিছবি: picture alliance / Pressefoto Ulmer

বৃহস্পতিবার খেলার ১৫ মিনিটের মধ্যেই ভল্ফসবুর্গ'এর স্ট্রাইকার এডিন জেকোর গোলে চাপের মুখে পড়ে জার্মানি৷ এই গোল শোধ করে খেলায় সমতা আনতে অধিনায়ক ফিলিপ লাম'এর সময় লাগে আরো ৩৬ মিনিট৷ অবশ্য পরে ৭৩ এবং ৭৭ মিনিটের মাথায় পেনাল্টি শটে আরো দু'টি গোল করে জয় নিশ্চিত করেন সহ-অধিনায়ক বাস্টিয়ান শোয়াইনস্টাইগার৷

জার্মান দলের অধিনায়ক হিসেবে লাম'এর এটিই প্রথম ম্যাচ৷ বিশ্বকাপে জার্মান দলের সবচেয়ে তরুণ অধিনায়ক লাম খেলার শেষে বললেন, ‘‘আমি খুবই অখুশি যে, আমরা নিজেদের কাগজটি সম্পূর্ণ পরিষ্কার রাখতে পারিনি৷'' ‘‘প্রথমার্ধে গোল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তবে সৌভাগ্যবশত শেষ পর্যন্ত জয় অর্জন করা সম্ভব হয়েছে৷ যাহোক, বিশ্বকাপের প্রতীক্ষায় আমরা৷ প্রশিক্ষণ ভালো হয়েছে, সুস্থও রয়েছি৷ বলা যায়, দল বেশ ভালো মেজাজেই রয়েছে,'' বললেন লাম৷

বসনিয় কোচ সাফেত সুজিচ বলেন, ‘‘প্রথমার্ধে আমরা ভালোই খেলেছি, কিন্তু বিরতির পর আমরা আর তরুণ জার্মান দলের সাথে পেরে উঠিনি৷'' বিরতির পর টোমাস ম্যুলার, মার্কো মারিন এবং কাকাউ'কে মাঠে নামানোর ফলেই হয়তো পাল্টে গেছে মাঠের দৃশ্য৷ স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে'র বদলে কাকাউ এবং মিডফিল্ডার পিওট্র ট্রকোভস্কির বদলে মাঠে নামেন ম্যুলার৷

উল্লেখ্য, ঠিক এক সপ্তাহ পরেই শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল ২০১০ এর চূড়ান্ত পর্বে সার্বিয়া, ঘানা এবং অস্ট্রেলিয়ার সাথে গ্রুপ ডি'তে রয়েছে জার্মানি৷ আর ১৩ জুন ডার্বানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম লড়াইয়ে নামবে তিন বারের চ্যাম্পিয়ন জার্মানি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সঞ্জীব বর্মন