1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছে মানবাধিকার কমিশন

১১ এপ্রিল ২০১১

আইন-শৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশ মানবাধিকার কমিশন৷ বিশেষ করে ঝালকাঠির কলেজ পড়ুয়া লিমনকে পায়ে গুলি করে আহত করায় ব়্যাবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে কমিশন৷

https://p.dw.com/p/10r5u
Bangladesh, security, force, Rapid, Action, Battalion, RAB, Dhaka, Bangladesh, ব়্যাব, শক্ত, অবস্থান, মানবাধিকার, কমিশন, বাংলাদেশ
সতর্ক পাহারায় ব়্যাব সদস্যদের একাংশ (ফাইল ছবি)ছবি: DPA

ওই ঘটনায় ব়্যাবের বিরুদ্ধে মামলাও হয়েছে৷ কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর অপরাধের তদন্তের জন্য তাদের বাদ দিয়ে অন্য কোন সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে৷ কারণ যারা অপরাধ করে, তারাই তদন্ত করলে তা নিরপেক্ষ হয় না৷

ড. মিজানুর রহমান জানান, তাদের আশা এই সরকার মানবাধিকার রক্ষায় যত্নবান হবে৷ কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ডে তার লক্ষণ দেখা যাচ্ছে না৷ আর তাদের অপরাধের তদন্ত তারা নিজেরা করায় তদন্ত নিরপেক্ষ হয়না৷ তাই তিনি আলাদা কোন সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানান৷

ড. মিজান বলেন, আইনে বাংলাদেশ মানবাধিকার কমিশনকে তদন্তের ক্ষমতা দেয়া আছে৷ কিন্তু তাদের তদন্তের জন্য এখনো লোকবল দেয়া হয়নি৷ একারণে তারা তদন্ত করতে পারছেন না৷ তিনি বলেন, তবে তারা বার কাউন্সিল এবং বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে তদন্ত শুরু করবেন৷ বিশেষ করে লিমনের ঘটনা তদন্তে কমিশন বার কাউন্সিলের সহায়তা চেয়েছে৷

ড. মিজান আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হালকাভাবে নেয়ার সুযোগ নেই৷ এ অবস্থা চলতে থাকলে তা আইনের শাসনের জন্য হুমকিতে পরিণত হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান