1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাওয়াশ’-এর শিকার নিউজিল্যান্ড

১৮ অক্টোবর ২০১০

পূর্ণশক্তির নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ৷ এই জয়ে আত্মহারা গোটা জাতি৷ রয়েছে খালেদা জিয়ার বাড়ি নিয়ে সাকা চৌধুরীর মন্তব্য৷ আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙ্গিয়ে অভিনব প্রতারণার খবর৷

https://p.dw.com/p/PgQS
গ্যালারিতে বিজয় উল্লাস (ফাইল ফটো)ছবি: AP

বাংলাওয়াশ

‘নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ' - দৈনিক প্রথম আলোর শিরোনাম এটি৷ বাংলাদেশ সফররত নিউজিল্যান্ড ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ৷ কোন পূর্ণশক্তির শক্তিশালী ক্রিকেট দলকে এই প্রথম হোয়াইটওয়াশ করল ক্রিকেটে নবীন এই দেশ৷ তাই সব গণমাধ্যমের প্রথম পাতাতে জায়গা করে নিয়েছে এই খবর৷ দৈনিক কালের কণ্ঠ জানাচ্ছে, ‘আহা, যদি এ দলটার সঙ্গে থাকতাম'৷ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর করেছেন এই আফসোস৷ বর্তমানে কলকাতায় অবস্থানরত হোয়াটমোর বিশেষ কলামে লিখেছেন, অভিনন্দন জেমি সিডন্স ও সাকিবকে৷ অভিনন্দন সাকিব আল হাসান ও বাংলাদেশ দলের সব ক্রিকেটারকে৷ এছাড়া দৈনিক যুগান্তরে সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন লিখেছেন, ‘আগে ১৭৪ করে জেতার কথা ভাবাই যেত না'৷

খালেদার বাড়ি নিয়ে সাকা'র মন্তব্য

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘সেনাবাহিনীর বাড়ি তারাই নিতে পারে: সাকা'৷ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী মনে করেন, খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়িটি দেওয়া বা নেওয়ার এখতিয়ার শুধু সেনাবাহিনীর৷ একই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘সেনাপ্রধানের বিধবা পত্নীর বাড়ির নিষ্পত্তি সেনাবাহিনীরই করা উচিত: সাকাচৌ'৷

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙ্গিয়ে প্রতারণা

দৈনিক সমকাল দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ব্যবহার করে প্রতারণা'৷ সাইফুল ইসলাম সুমন নামের এক প্রতারককে রাজধানীর কলাবাগান থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙ্গিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার৷ দিন কয়েক আগেও এক ব্যক্তির কাছ থেকে দশ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সুমন৷

পাতাখেকো

‘পাতাখেকো চেয়ারম্যান' - শিরোনাম দৈনিক কালের কণ্ঠের৷ রাজশাহীর তানোর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকারি কাঁঠাল গাছের পাতা বিক্রির৷ ফলে সংশ্লিষ্ট এলাকার লোকজন তার নাম দিয়েছে ‘পাতা খেকো চেয়ারম্যান'৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম