1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশকে ট্রানজিট দিতে রাজি হয়েছে ভারত

৮ আগস্ট ২০১০

ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি শনিবার ঢাকা সফরে যান৷ ছিলেন মাত্র পাঁচ ঘন্টা৷ এসময় একটা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকা ছাড়াও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর সঙ্গে৷ একটি সংবাদ সম্মেলনও করেছেন৷

https://p.dw.com/p/Oeme
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জিছবি: UNI

এতগুলো ঘটনা, তাই পত্রিকাগুলোর শিরোনামে ভিন্নতা রয়েছে৷ একেক পত্রিকা তাদের পছন্দ অনুযায়ী একেক বিষয়কে গুরুত্ব দিয়েছে৷ যেমন প্রথম আলো ও ডেইলি স্টার বাংলাদেশকে ট্রানজিট দিতে ভারত রাজি হয়েছে এই বিষয়টি সামনে নিয়ে এসেছে৷ পত্রিকার খবর অনুযায়ী, নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকে ট্রানজিট দিতে রাজি হয়েছে ভারত৷ এছাড়া ভারতের ঋণসহায়তার ব্যাপারে বাংলাদেশের বিরোধী দলের সমালোচনার জবাবে প্রণব বলেন, চুক্তির শর্ত বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক৷ কোনো দেশকে দেওয়া ভারতের এটাই সর্বোচ্চ ঋণ বলেও জানান তিনি৷ এদিকে কালের কন্ঠের প্রতিবেদনে নিষেধাজ্ঞা ভেঙে বাংলাদেশে চাল ও গম রপ্তানি করতে ভারতের রাজি হওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছে৷ এছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ভারতের সহায়তার আশ্বাসের বিষয়টিও শিরোনামে এনেছে কালের কন্ঠ৷ প্রণবের সফর নিয়ে ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মতামত এবং ভারতীয় অর্থমন্ত্রীকে বাংলাদেশের ইলিশ উপহার নিয়েও দুটি প্রতিবেদন রয়েছে কালের কন্ঠে৷ তবে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়কে প্রধান শিরোনাম করেছে অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ২৪ ডটকম৷ আর সেটি হলো, বিমানে চড়ার আগে আওয়ামী লীগের ক্ষমতাহীন তিন নেতার সঙ্গে প্রণব মুখার্জির বৈঠকের খবর৷

ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

ছাত্রলীগ নেতাদের নিজেদের মধ্যে ঝামেলা লেগেই আছে৷ আর এই কারণে মাঝে মধ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এ ব্যাপারে৷ কিন্তু তারপরও কোন সমাধান হচ্ছেনা৷ এবার সংঘর্ষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে৷ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের মধ্যে হয়েছে এই সংঘর্ষ৷ সব পত্রিকাতেই প্রথম পাতায় ফলাও করে ছাপা হয়েছে খবরটি৷ কয়েকটি পত্রিকায় অস্ত্র হাতে ছাত্রদের মহড়া দেয়ার ছবিও ছাপা হয়েছে৷ প্রথম আলো বলছে, সংঘর্ষের পরপরই ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ এছাড়া মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়