1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদক দ্রব্য

১৪ জুলাই ২০১৫

চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের সঙ্গে পাওয়া যাওয়া তরল কোকেন দেশের বাইরেও শঙ্কা জাগিয়েছে৷ জাতিসংঘ মনে করে, দক্ষিণ এশিয়া থেকে এখনো প্রচুর কোকেন যাচ্ছে বহির্বিশ্বে৷

https://p.dw.com/p/1FyRa
Drogensüchtiger
ছবি: picture-alliance/dpa

বাংলাদেশে গত মাসে ধরা পড়া বিপুল পরিমাণ তরল কোকেন নিয়ে জাতি সংঘের উদ্বেগের কথা কয়েকটি বিদেশি পত্রিকার প্রতিবেদনেও এসেছে৷

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদককে জাতিসংঘের মাদক এবং অপরাধ বিভাগের দক্ষিণ এশিয়া প্রতিনিধি ক্রিস্টিনা আলবার্টিন বলেছেন, ‘‘এটা খুবই বড় রকমের সতর্কবার্তা৷'' মাদক পাচারের ব্যাপারে এতদিন আফগানিস্তানের দিকে বেশি মনোযোগ ছিল জানিয়ে তিনি আরো বলেন, এখন থেকে বাংলাদেশকে নিয়েও ভাবতে হবে৷ কোকেন শনাক্ত করার উপযুক্ত সরঞ্জাম বাংলাদেশকে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷

এদিকে টাইমস অফ ইন্ডিয়াকে জাতিসংঘের মাদক এবং অপরাধ বিভাগের মেক্সিকো প্রতিনিধি আন্তনিয়ো মাসিতেলি জানিয়েছেন, সে দেশের মাদক পাচারকারীরা এখন নতুন বাজার খুঁজছে৷ পাচারকারীরা এশিয়াতেই নতুন বাজার তৈরির উজ্জ্বল সম্ভাবনা দেখছে এবং তাদের পরিকল্পনায় বাংলাদেশও বেশ গুরুত্ব পাচ্ছে বলেই তাঁর ধারণা৷

গত মাসে চট্টগ্রাম বন্দরে একটি কনটেনারের ১০৭ ড্রাম সূর্যমুখী তেলের মধ্যে একটিতে তেলের সঙ্গে কোকেনও পাওয়া যায়৷ ওই ড্রামের তরলের এক-তৃতীয়াংশই ছিল কোকেন৷ বলিভিয়া থেকে এভাবে নিষিদ্ধ ড্রাগ আমদানির সঙ্গে জড়িত সন্দেহে দু জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রায় প্রতিদিনই থাকছে এশিয়ায় ধরা পড়া কোকেনের সবচেয়ে বড় চালান সংক্রান্ত খবর৷

বাংলাদেশ হয়ে তরল কোকেন কীভাবে ভারতে যাচ্ছে ভারতের সংবাদমাধ্যম অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তা জানানোর চেষ্টা করছে৷

দ্য ইকোনমিস্ট-এর প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের কোন কোন অংশে কোকেনের চাহিদা বেড়েছে, কোকেন ধীরে ধীরে কীভাবে ‘রাজ্য' বিস্তার করছে - এসব বিষয়৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য