1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশকে ‘হালকাভাবে’ নিচ্ছেন না ক্লার্ক

৪ এপ্রিল ২০১১

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা বাংলাদেশে আসতে শুরু করেছেন ইতিমধ্যেই৷ আসন্ন এ সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবে দুই দল৷ এছাড়া স্বাগতিকদের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে অসিরা৷

https://p.dw.com/p/10n9J
সদ্য সমাপ্ত বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি খেলায় মাইকেল ক্লার্ক (ফাইল ফটো)ছবি: AP

বাংলাদেশ সফরের প্রাক্কালে বেশ খানিকটা আলোচনায় মাইকেল ক্লার্ক৷ খেলা নয়, বরং শুক্রবার রাতে ক্লার্কের ৩০তম জন্মদিনের পার্টি নিয়ে যতো আলোচনা৷ সিডনির রাস্তায় রাতভর হৈ হুল্লোড় করেন ক্লার্ক, একাধিক পানশালায়ও দেখা গেছে তাঁকে৷ এই নিয়ে বিভিন্ন ছবি, মন্তব্য প্রকাশ পেয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে৷

অস্ট্রেলিয়া দলের নতুন এই অধিনায়ক কিন্তু বাংলাদেশ সফরকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না৷ বরং তাঁর মতে, ঢাকায় যে পরিবেশে খেলা হবে তা পুরোপুরি স্বাগতিকদের উপযোগী৷ তাছাড়া অসিদের বিপাকে ফেলতে স্বাগতিকরা টার্নিং উইকেট বানাতে পারে বলেও মত ক্লার্কের৷ গত সপ্তাহে অধিনায়কত্ব থেকে সরে যাওয়া রিকি পন্টিংও বাংলাদেশ সফরে অংশ নিয়েছেন৷

এদিকে, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা জানিয়েছেন, অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব৷ তবে সেদলের ব্যাটিং এবং বোলিং লাইনআপ খুবই শক্তিশালী, স্বীকার করেন মাশরাফি৷ স্বাগতিকদের স্পিনাররা অসি ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারে বলে জানান তিনি৷ কেননা, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের অধিকাংশই ডানহাতি৷ বলাবাহুল্য ইনজুরির কারণে সদ্য সমাপ্ত বিশ্বকাপে খেলতে পারেননি মাশরাফি৷

উল্লেখ্য, বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচগুলো হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, আগামী ৯, ১১ ও ১৩ এপ্রিল৷ এছাড়া দু'দলের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ এপ্রিল৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ