1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশকে ৪৫ রানে হারালো ইংল্যান্ড

৫ মার্চ ২০১০

তৃতীয় একদিনের ম্যাচেও হার মানলো বাংলাদেশ৷ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে হারলো ৪৫ রানে৷ ২৮৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৯ রান করতে সক্ষম হয় বাংলাদেশ৷

https://p.dw.com/p/MKxh
‘ম্যান অব দ্য ম্যাচ'-এর খেতাব পেলেন কিসওয়েটারছবি: picture alliance / empics

এর আগে, টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান৷ প্রথমে ব্যাট করে ক্রেগ কিসওয়েটারের শতকের সুবাদে ২৮৫ রানের লক্ষ্য বেঁধে দেয় ইংল্যান্ড৷ ৫ উইকেট হারিয়ে তারা রান করেছিল ২৮৪৷

১০৭ রান করে ‘ম্যান অব দ্য ম্যাচ' হওয়ার গৌরব অর্জন করেন কিসওয়েটার৷ ১২৩ বলে তিনটি ছয় এবং নয়টি চার মারেন তিনি৷ এই ম্যাচে হেরে তিন ম্যাচের একদিনের সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইট-ওয়াশ হলো বাংলাদেশ৷

পরে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান মূলত টিম ব্রেসনান৷ ৯ ওভারে মাত্র ২৮ রান দিয়ে চারটি উইকেট নেন ব্রেসনান৷ গ্রায়েম সোয়ান ৩৮ রান দিয়ে উইকেট নেন দুইটি৷ আজমল শাহজাদ এবং কেভিন পিটারসেন উইকেট নেন একটি করে৷

বাংলাদেশের পক্ষে যাদের রানের পাল্লা একটু ভারি ছিল তাদের মধ্যে রয়েছেন আফতাব আহমেদ৷ তিনি করেছেন ৪৬ রান৷ ৪০ রান করেন মুশফিকুর রহিম৷ অধিনায়ক সাকিব আল হাসান করেন ৩৮ এবং মোহাম্মদ মাহমুদুল্লাহর ঝুলিতে ছিল ৩৪ রানের সংগ্রহ৷

বোলারদের মধ্যে দু'টি উইকেট নিয়েছেন রাজ্জাক ৪০ রানে৷ এছাড়া শফিউল ৩৫ রানে একটি, সাকিব ৪৫ রানে একটি এবং অপর উইকেটটি নেন শুভ৷ তিনি খরচ করেন ৪৫ রান৷

প্রতিবেদক : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক