1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুস্তাফিজুর ও তাঁর জনপ্রিয় ভিডিও

২৬ মে ২০১৬

বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা ‘ক্রেজ’৷ ব্যাটসম্যানদের আতঙ্কের নামও মুস্তাফিজ৷ ভারতে আইপিএল মাতাচ্ছেন বাঁ হাতি এই ফাস্ট বোলার৷ দেখুন তাঁর দুটি জনপ্রিয় ভিডিও...

https://p.dw.com/p/1Iufq
মুস্তাফিজুর
ছবি: Getty Images/AFP/D. Sarkar

এ মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয় আইপিএল-এ কোহলিকে আউট করার দৃশ্য৷ মাত্র এক মাসে ভিডিওটি দেখা হয়েছে ৫ লক্ষ ২ হাজার বার৷

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অর্থাৎ আইপিএল-এ সত্যিই অসাধারণ বোলিং করছেন মুস্তাফিজ৷ বুধবারই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে তাঁর দল সানরাইজার্স হায়দ্রাবাদ৷ সেই ম্যাচে উইকেট না পেলেও ব্যাটসম্যানদের বেঁধে রাখার কাজটা ভালোভাবেই করেছেন ইতিমধ্যে ‘ফিজি' নামে পরিচিত হতে শুরু করা তরুণ এই ক্রিকেটার৷

মুস্তাফিজের জনপ্রিয় ভিডিওগুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ-ভারত সিরিজের পরের একটা ভিডিও৷ ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয় ২০১৫ সালের জুন মাসে৷ শুধু বোলিং নয়, সাতক্ষীরার এক প্রত্যন্ত গ্রামের এক কিশোর কীভাবে প্রথমে দেশসেরা এবং তারপর বিশ্বসেরা বোলার হওয়ার পথেও যাত্রা শুরু করল, সে কাহিনী উঠে এসেছে ভিডিওটিতে৷

মুস্তাফিজের সংক্ষিপ্ত এই জীবনকাহিনি এ পর্যন্ত দেখা হয়েছে ৭ লক্ষ ৩৭ হাজার ৬৩৪বার৷মুস্তাফিজুরের বোলিং দেখে অনেকেই বিস্মিত৷ মাঠে তাঁর প্রতিভার দীপ্তিতে অনেকেই অভিভূত৷ এমন এক ক্রিকেটারের ভিডিও জনপ্রিয় হবে এটাই তো স্বাভাবিক!

এসিবি/এসবি