1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাপ খেলার ভিডিও

১২ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের গ্রামাঞ্চলে এককালে খুবই জনপ্রিয় ছিল সাপ খেলা৷ ঐতিহ্যবাহী এ খেলাটি এখন আর দেখা যায় না বললেই চলে৷ বাংলাদেশের কোনো এক গ্রামে সাপখেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট জগতে৷

https://p.dw.com/p/2qiSA
Indien Schlangenbeschwörer
ছবি: Reuters/A. Abidi

অনেকগুলো বাক্সে ভরা বিষধর সাপ, চারপাশটা ঘিরে গ্রামের মানুষ৷ একে একে বাক্স থেকে সাপগুলোকে বের করলেন সাপুড়ে৷ শুরু করলেন খেলা দেখাতে৷ গ্রামের মানুষগুলো মুগ্ধ হয়ে দেখছিলেন সে খেলা৷ ইউটিউব চ্যানেল ‘অ্যারাউন্ডমিবিডি'-তে এরকমই রোমাঞ্চকর একটি ভিডিও আপলোড করা হয়েছে গত মে মাসে৷

ভিডিওটি আপলোডের পর থেকে এখন পর্যন্ত তা দেখা হয়েছে ৭৩ লাখেরও বেশিবার৷ আর এতে মন্তব্য রয়েছে সাড়ে আটশ'রও বেশি এবং লাইক দিয়েছেন দশ হাজারেরও বেশি মানুষ৷ অনেক মজার মজার মন্তব্য রয়েছে ভিডিওটিতে৷

এমএম/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য