1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা বুলবুল আহমেদ আর নেই

১৫ জুলাই ২০১০

চলে গেলেন বুলবুল আহমেদ৷ সত্তর বছরের কোটা পেরিয়েছিলেন মাত্র কয়েক দিন আগে৷ এই বয়সে তাঁর শরীরে বাসা বেঁধেছিল হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও বহুমূত্রসহ বিভিন্ন রোগ৷

https://p.dw.com/p/OJdt
ছবি: Harun Ur Rashid Swapan

ইতিমধ্যে বেশ কয়েকবার তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে৷ একটু ভালো হবার কারণে বাসায় চলে যান৷ সেখানেই ছিলেন বিশ্রামে৷ কিন্তু হঠাৎ করেই বুধবার রাত সাড়ে ১১টার দিকে আবার অসুস্থ হয়ে পড়েন৷ দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে৷ কিন্তু তখন অনেক সময় চলে গেছে৷ স্ত্রী ডেইজি আহমেদ, দুই মেয়ে ঐন্দ্রিলা ও তিলোত্তমা এবং ছেলে শুভসহ ভক্তকুলকে ফেলে রেখে তিনি চলে গেছেন অনেক দূরে৷

‘দেবদাস' কিংবা ‘সীমানা পেরিয়ে'৷ বাংলাদেশের চলচ্চিত্রে অসামান্য অবদান রাখা ছবি৷ নায়ক ছিলেন বুলবুল আহমেদ৷ দর্শক হৃদয়ে জায়গা করে নেয়ার মত ছিল তাঁর অভিনীত ছবিগুলো৷ ‘ইয়ে করে বিয়ে দিয়ে চলচ্চিত্র জীবনের শুরু তাঁর৷ এর পরই ‘জীবন নিয়ে জুয়া'৷ প্রযোজনা এবং অভিনয় তাঁরই৷ বুলবুল আহমেদ অভিনীত অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘রুপালি সৈকত', ‘মহানায়ক', ‘শুভদা'৷ আর ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবি দিয়ে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন এই শিল্পী৷

অভিনয়ের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন বুলবুলবুল আহমেদ৷ আগামীকাল শুক্রবার তাঁকে সমাহিত করা হবে ঢাকার আজিমপুর কবরস্থানে৷ মা-বাবার কবরের পাশেই শুয়ে থাকবেন তিনি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক