1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের জাতীয় হকি দল প্রশিক্ষণ নেবে জার্মানিতে

১৫ আগস্ট ২০১০

এশিয়ান গেমসের আর মাত্র কয়েক মাস বাকি৷ আর এই সময়ে অংশগ্রহণকারী সবগুলো দল এখন ব্যস্ত নিজেদের প্রশিক্ষণে৷ চীনে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে এই আসর৷

https://p.dw.com/p/Oo8i
Hockey, Ball, বাংলাদেশ, হকি, জার্মানি,
ছবি: AP

এই আসরকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতিও বেশ এগিয়ে যাচ্ছে৷ এরই অংশ হিসাবে সোমবার থেকে এশিয়ান গেমসের জন্য বাছাই করা খেলোয়াড়দের নিয়ে গঠিত হকি দলের প্রশিক্ষন শুরু হচ্ছে৷ আর এই দলকে প্রশিক্ষণ দেবার দায়িত্ব পড়েছে জার্মান কোচ গের্হাড পেটার এর কাঁধে৷ অবশ্য তাঁর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির আগেই বেশ কিছু সময় তিনি বাংলাদেশে কাটিয়েছেন, খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছেন৷ সেই সঙ্গে তাঁর প্রশিক্ষণ প্রণালীও পর্যবেক্ষণ করেছে হকি ফেডারেশন ৷

সরল অঙ্কের মত সব ফলাফল যখন মিলে গিয়েছে, তখন বাংলাদেশ হকি ফেডারেশন জানিয়েছে আজকালের মধ্যে পেটারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হচ্ছে৷ আর তাই ঢাকায় চলে এসেছেন পেটার৷ তিনি বেশ কিছুদিনের জন্য বাইরে ছিলেন৷

ঢাকায় এসে ১৮ জন খেলোয়াড়ের তালিকা হতে পেয়েছেন৷ হকি ফেডারেশনের সিলেকশন কমিটি ১৮ জনকে বাছাই করে রেখেছে আগেই৷ এই ১৮ জন খেলোয়াড়ের প্রশিক্ষণ হবে জার্মানিতে৷ কেবল ভিসা সংক্রান্ত ঝামেলা শেষ হওয়ার আগ পর্যন্ত প্রশিক্ষণ চলবে ঢাকায়৷

জার্মানিতে বাংলাদেশের ১৮ খেলোয়াড়ের যাতায়াত ও থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন কোচ গের্হাড পেটার৷ সাথে প্রতিদিন পকেট খরচেরও ব্যবস্থা করা হয়েছে কোচের চেষ্টাতেই৷

হকি ফেডারেশনের সাথে জার্মান কোচের চুক্তি হবে এশিয়ান গেমস পর্যন্ত৷ মাসে ৪ হাজার ডলার বেতন দেয়া হবে৷ বেতন ছাড়াও প্রতিদিন আবাসন ব্যয়, সাথে গাড়ির ব্যবস্থা রাখা হবে কোচের জন্য৷ হকি ফেডারেশনের কর্মকর্তারা বলছেন, জার্মানিতে থাকাকালীন জাতীয় দলের জন্য একজন ট্রেইনারও নিয়োগ দেয়া হতে পারে৷ জার্মান হকি দলের সাথে কাজ করেছেন এমন এক ট্রেইনারকেই তাঁরা খুঁজছেন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই