1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের প্রেসিডেন্টের ভারত সফর দেখুন টুইটারে

১৯ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ বর্তমানে ভারত সফর করছেন৷ মূলধারার গণমাধ্যমে এই খবর প্রকাশ হলেও টুইটারে এ সংক্রান্ত বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে৷ চলুন দেখা যাক সেগুলো৷

https://p.dw.com/p/1E7SR
Abdul Hamid Präsident Bangladesh 29.10.2013
বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদছবি: Getty Images

টুইটার ব্যবহারে বাংলাদেশ এখনো পিছিয়ে থাকলেও ভারত এক্ষেত্রে বেশ এগিয়ে৷ বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের ভারত সফরে বিষয়টি ফুটে উঠলো আরেকবার৷ টুইটারে বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কোনো প্রোফাইল নেই৷ তাই রাষ্ট্রপতির ভারত সফর নিয়ে গত ২৪ ঘণ্টায় যেসব ছবি প্রকাশ হয়েছে তার অধিকাংশই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে৷

বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক ছবি প্রকাশ করেছে ভারতের ‘প্রেস ইনফরমেশন ব্যুরো' বা পিআইবি৷

ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক টুইটার পাতা থেকেও এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করা হয়েছে৷ ১৯ ডিসেম্বর পোস্ট করা ছবিটি জার্মান সময় সকাল এগারোটা নাগাদ শেয়ার হয়েছে ১৩৩ বারের বেশি৷

প্রসঙ্গত, শুক্রবার নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷ বৈঠকে বাংলাদেশের উন্নয়নের জন্য ‘সবকিছু' করার ইচ্ছা প্রকাশ করেছেন সুষমা, এমনটাই জানিয়েছে গণমাধ্যম৷ তাদের এই বৈঠকের ছবিও রয়েছে টুইটারে৷

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন তাঁর আনুষ্ঠানিক টুইটার প্রোফাইল থেকেও বেশ কিছু ছবি শেয়ার করেছেন৷ দুই দেশের মধ্যে সম্পর্কে মজবুত করার ইচ্ছা এবং সিদ্ধান্ত দু'টোই ভারতের রয়েছে বলে জানিয়েছেন সুষমা স্বরাজ, লিখেছেন আকবরউদ্দিন৷

এর আগে ১৮ ডিসেম্বর ভারতে পৌঁছান রাষ্ট্রপতি আবদুল হামিদ৷ বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং, বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ৷ সেদিন বিকেলে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি৷

উল্লেখ্য, প্রায় তিন দশকের মধ্যে এই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি ভারত সফর করছেন৷ এর আগে গত বছর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশ সফর করেন৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য