1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের বাজারে এবার গুগল-এর ‘অ্যান্ড্রয়েড ওয়ান'

সমীর কুমার দে, ঢাকা২২ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশের বাজারে আসছে গুগল-এর ‘অ্যান্ড্রয়েড ওয়ান' নামে একটি আধুনিক মোবাইল ফোন সেট৷ শুধু বাংলাদেশ নয়, একই সঙ্গে নেপাল ও শ্রীলঙ্কার বাজারেও আসছে এই ফোন৷ আর ভারতীয় বাজারে ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে সেটটি৷

https://p.dw.com/p/1E8dk
Google Smartphone Android One
ছবি: Getty Images

ভারতের বাজারে গুগল-এর সঙ্গে যৌথভাবে সেটটি এনেছে মাইক্রোম্যাঙ্, কার্বণ ও স্পাইস নামে তিনটি প্রতিষ্ঠান৷ ভারতের বাজারে আসা ‘অ্যান্ড্রয়েড ওয়ান' নামের ঐ সেটটি বাংলাদেশের বাজারে নিয়ে আসছে মাইক্রোম্যাঙ্৷ তবে বাংলাদেশে নিজস্বভাবে ফোনটি আনছে সিম্ফনি৷

সিম্ফনি-র সহকারী মহা-ব্যবস্থাপক জাহিদুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, বাংলাদেশে তারা যে ফোন সেটটি আনছে, তাতে ভারতের বাজারে থাকা গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান সেটের সব সুযোগ-সুবিধাই থাকবে৷ তবে মাইক্রোম্যাঙ্ যে সেটটি বাংলাদেশে নিয়ে আসছে, সেটা ভারতের বাজারের সেট৷ তারা ঐ বাজার থেকে ফোনটা এখানে এনে বিক্রি করবে৷ কিন্তু সিম্ফনি বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের সঙ্গে যৌথভাবে বিশেষ কিছু সুযোগ-সুবিধা নিয়ে বাজারে আসছে৷ যারা এই ফোন সেটটি কিনবেন, তাঁরা বাংলালিংকের সিমকার্ড ব্যবহার করলে বিশেষ একটা ডাটা প্যাকেট পাবেন৷ ভারতের বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে তারা সেটটির দাম ঠিক করেছেন ৮ থেকে ৯ হাজার টাকার মধ্যে, যাতে সব শ্রেণির মানুষ ফোন সেটটি কিনতে পারেন৷ এই মোবাইল ফোন সেটের ফিচারের বিশেষ বৈশিষ্ট্য হলো, ফোনে গুগলের ‘অপারেটিং সিস্টেম' নিজেই আপডেপ হবে৷

Frauen in Dhaka, Bangladesch, mit Handy
মোবাইল ফোন আজ সকলের জন্যছবি: AP

বাংলালিংকের পিআর অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহযোগী মহা-ব্যবস্থাপক শেহজাদ সারওয়ার হোসেন ডয়চে ভেলেকে বলেন, এ মাসের মধ্যেই গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান সেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে৷ তবে এটা বাজারে পেতে হয়ত উদ্বোধনের পর আরো সপ্তাহখানেক দেরি হতে পারে৷ সিম্ফনির সঙ্গে যৌথভাবে আনা এই সেটের সঙ্গে বিশেষ ডাটা প্যাকেটের ব্যবস্থা রাখবে বাংলালিংক৷ বাংলাদেশের গ্রাহকদের চাহিদা বিবেচনা করেই প্যাকেজ ঠিক করা হবে৷

শেহজাদ সারওয়ার হোসেন বলেন, এ মাসের শেষ দিকে সংবাদ সম্মেলন করে তাঁরা এই সেটের সঙ্গে থাকা প্যাকেজের ব্যাপারে বিস্তারিত ঘোষণা দেবেন৷ তবে অবশ্যই বিশেষ সুবিধা থাকবে৷ বাংলালিংকের সঙ্গে সিম্ফনি গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান নামের যে সেটটি আনছে, তার নাম রোর-এ ৫০৷

জানা গেছে, গত জুন থেকেই বিভিন্ন দেশের বাজারে পাওয়া যাচ্ছে গুগলের এই মোবাইল ফোন সেটটি৷ বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে ইন্টারনেটের গ্রাহক বাড়লেও অধিকাংশ গ্রাহকই খুবই ছোট ছোট প্যাকেজ ব্যবহার করেন৷ বিভিন্ন নিউজ পোর্টাল সাইটগুলো ভিজিটের পাশাপাশি ফেসবুক দেখেন ব্যবহারকারীরা৷ বাংলাদেশের বাজারে সস্তায় অ্যান্ড্রয়েড সেট আনা গেলে ইন্টারনেটের জনপ্রিয়তা আরো বাড়বে৷

তাঁদের মতে, এখনো গ্রামগঞ্জে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার তেমন বাড়েনি৷ যদি গুগলের অ্যান্ড্রয়েড সেটটির দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকে, তাহলে এটি খুব সহজেই জনগণ লুফে নেবে৷ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী বাড়াতে এই সেট বেশ সহায়ক ভূমিকা রাখবে বলেই আশা করেন তাঁরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য