বাংলাদেশের ভাগ্যের আকাশে কালো মেঘ | পাঠক ভাবনা | DW | 28.10.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলাদেশের ভাগ্যের আকাশে কালো মেঘ

বন্ধুরা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ডয়চে ভেলের ওয়েবসাইট ও ফেসবুকে অনেক তথ্য জানতে পারছি৷ বাংলাদেশের ভাগ্যের আকাশে কালো মেঘ জমে আছে৷ জনগণ কি এ অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি থেকে আলোর পথে আসতে পারবে?

আমি একটি বিষয় ভেবে অবাক যে, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীর কাছে শান্তির লক্ষ্যে ফোন করার পরও কেমন করে টানা ৬০ ঘণ্টার হরতাল দিলেন? আমার বোধগম্য হচ্ছে না, তাহলে কি বিদ্রোহী মনোভাব নিয়ে সমঝোতা সম্ভব?

এবার আসি অন্বেষণ অনুষ্ঠান সম্পর্কে কিছু বলতে৷ গত পর্বের অন্বেষণ ছিল আমার মনের মতো বিষায়বলী নিয়ে – রান্না, গাড়ি এবং পরিবেশের নানা তথ্য৷ আমি প্রস্তাব রাখছি মঙ্গলগ্রহের নানা তথ্য অন্বেষণে সংযোজন করবেন৷ ডা. এস এম এ হান্নান, হরিপুর, পাবনা থেকে পাঠিয়েছেন এই ই-মেলটি৷

- ভাই হান্নান, আমাদের ওয়েবসাইট ভলো করে পড়ে থাকলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ‘নারী দেশে দেশে'-র পাতায় নারীদের নানা বিষয় নিয়ে রয়েছে অনেক তথ্য৷

আশা ও বিশ্বাস ভালো আছেন বিভাগীও সকলে৷ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন৷ আজ ডয়চে ভেলের ওয়েবসাইটে বিজ্ঞান বিষয়ক একটা প্রতিবেদন পড়ে আপনাদের কাছে চিঠি না লিখে থাকতে পারলাম না৷ পরিবেশনার বিষয়টি ছিল বুদ্ধিমান গাড়ি৷ গাড়িরও যে বুদ্ধি আছে, এটা আজ প্রথম ডয়চে ভেলে থেকেই জানতে পারলাম৷ আসাধারণ গাড়ি যে কিনা স্বয়ংসম্পূর্ণ৷ যে কিনা কোনো বিপদ আসলে নিজে থেকে বুঝতে পারে৷ এমনকি ড্রাইভার যদি ক্লান্ত হয়, সেটিও বুঝতে পারে সে৷ সত্যি খুব ভালো লাগল এই পরিবেশনাটি৷ কিন্তু আফসোস, এই ধরনের গাড়ি কি আমাদের মতো অনুন্নত দেশে কোনো দিনও তৈরি হবে? হয়ত হবে, কিন্তু কবে? যা হোক, এই অসাধারণ পরিবেশনাটির জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ বাপি দেবনাথ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন