1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের হারেও পত্রপত্রিকায় আশার বাণী

২০ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের হারকে একেক পত্রিকা একেকভাবে দেখেছে৷ শিরোনাম দেখলেই সেটা বোঝা যায়৷ যেমন প্রথম আলোর শিরোনাম ‘পরাজয়ে প্রাপ্তি ভবিষ্যতের রসদ’৷

https://p.dw.com/p/10KdG
এই উল্লাস স্থায়ী হয় নিছবি: AP

সঙ্গে তারা ছেপেছে ইমরুল আর তামিমের ছবি৷ নিচে ক্যাপশনে লেখা এই দুজন যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ ভারতের সঙ্গে সমানে সমানে লড়েছে বাংলাদেশ৷

ডেইলি স্টারের শিরোনাম ‘টাইগারস গো ডাউন ফাইটিং'৷ কিছুটা হতাশা ফুটে উঠেছে শিরোনামে৷ সঙ্গে হতাশার প্রতীক শেহবাগের ছবি ছেপেছে পত্রিকাটি৷ ইত্তেফাকের শিরোনাম ‘লড়েও হারল টাইগাররা'৷ কালের কন্ঠ বলছে ‘তবুও বেঁচে থাকলো স্বপ্ন'৷ পত্রিকাটি বলছে, বাংলাদেশ হেরেছে ঠিকই৷ কিন্তু অন্যান্য শক্তিধর দলকে একটা সতর্ক সংকেত পাঠাতে পেরেছে তারা৷

সমকালের শিরোনাম ‘গর্জন করেনি বাঘ'৷ যুগান্তর বলছে ‘হার না মানা হার বাংলাদেশের'৷ এছাড়া টসে জিতে সাকিবের ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত ঠিক ছিল কি না সেটা নিয়েও বিস্তর লেখালেখি হয়েছে পত্রিকাগুলোতে৷ আর সাবেক ক্রিকেটার লিপু সমকালে তাঁর লেখা কলামে বাংলাদেশের বোলিংকে আরও ক্ষুরধার করার পরামর্শ দিয়েছেন৷ একই প্রতিক্রিয়া শোনা গেছে অন্যান্যদের কাছ থেকেও৷

একুশে ফেব্রুয়ারি

এই বিশেষ দিনে ঢাকা শহরে কোন্ কোন্ রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে সে সম্পর্কিত খবর আছে সব পত্রিকায়৷ এছাড়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলছে বিদেশি ক্রিকেটাররা যদি শহীদ মিনারে যেতে চান তাহলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে৷

এদিকে কালের কন্ঠে বলা হয়েছে, এ বছর থেকে জাতিসংঘের তথ্য বিভাগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে প্রচার-প্রচারণা চালিয়ে বিশ্ববাসীকে সচেতন করার চেষ্টা চালাবে৷ পত্রিকাটি বলছে, জাতিসংঘ ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিলেও এখনো অনেক দেশের মানুষই এ সম্পর্কে কিছুই জানে না৷ এমন কি জাতিসংঘের পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়া হয় নি৷

ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর

যুগান্তর বলছে সফরটি পিছিয়ে যাচ্ছে৷ গত বছর জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দুদেশের মধ্যে যে যৌথ ইশতেহার ঘোষিত হয়েছিল তার বাস্তবায়নে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় মনমোহনের সফর পিছিয়ে যাচ্ছে৷ তবে এ বছরের শেষে এটা হতে পারে বলে যুগান্তর বলছে৷ উল্লেখ্য, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ বছরের শুরুতে সফরটি হওয়ার কথা ছিল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়