1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের ৩৮ হাজার নারীকর্মী চায় সিঙ্গাপুর

২০ আগস্ট ২০১০

বাংলাদেশের বিরোধী নেত্রীর পুত্র কোকোকে দেশে ফেরার নির্দেশ৷ রয়েছে ঢাকার বিমানবন্দর থেকে মাদক আটক নিয়ে প্রতিবেদন৷ আরো থাকছে ইব্রাহিমকে খুনের অভিযোগ আর বাংলাদেশ থেকে ৩৮ হাজার নারীকর্মীর সিঙ্গাপুর যাত্রার খবর৷

https://p.dw.com/p/Orzv
মাটি বহন নয়, সিঙ্গাপুরে ক্লিনিকে কাজ করবে বাংলাদেশী নারীরা (ফাইল ফটো)ছবি: AP

কোকোর সাময়িক মুক্তি বাতিল

কালেরকণ্ঠ, সমকাল, প্রথম আলোসহ অধিকাংশ দৈনিকের প্রধান শিরোনাম আরাফাত রহমান কোকোকে নিয়ে৷ সরকার কোকোর প্যারোলে মুক্তি বাতিল করেছে এবং আগামী ৩১ আগস্টের মধ্যে তাঁকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে৷ মূলত সরকারের দেওয়া শর্তভঙ্গ এবং ভুয়া চিকিৎসা সনদের কারণে কোকোর সাময়িক মুক্তি বাতিলের এই সিদ্ধান্ত৷

৮২ কেজি মাদক উদ্ধার

দৈনিক প্রথম আলোসহ কয়েকটি দৈনিক দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘‘রপ্তানি পণ্যের কার্টন থেকে ৮২ কেজি মাদক উদ্ধার''৷ ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে এই মাদক উদ্ধার করা হয়েছে৷ এগুলো মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল৷ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে কখনো এত মাদক এক সঙ্গে আটক করা সম্ভব হয়নি৷

যানজট এবং লঞ্চ দুর্ঘটনার রোধে উদ্যোগ

বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম জানাচ্ছে, ঈদ উপলক্ষ্যে লঞ্চের ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে সরকার৷ একইসঙ্গে বিভিন্ন লঞ্চ রুটে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এছাড়া, ঈদের আগে-পরে বিভিন্ন ফেরিঘাটে যানজট রোধেও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে খবরে প্রকাশ৷

এমপির গাড়িতে হত্যা!

দৈনিক ইত্তেফাকের মূল প্রতিবেদন এই বিষয়টি নিয়ে৷ শিরোনাম, ইব্রাহিমকে খুন করা হয়েছে গুলিতে৷ যুবলীগ কর্মী ইব্রাহিমকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ময়না তদন্তের রিপোর্টে ডাক্তার উল্লেখ করেছেন৷

বাংলাদেশের নারীকর্মী চায় সিঙ্গাপুর

বাংলাদেশ থেকে ৩৮ হাজার নারীকর্মী নিতে চায় সিঙ্গাপুর৷ দৈনিক সমকাল দিয়েছে এই খবর৷ আগামী দু-তিনমাসের মধ্যে এসব শ্রমিককে সিঙ্গাপুরে পাঠানো হবে৷ তারা মূলত ক্লিনিকে কাজ করবে৷ নারী শ্রমিকদের কোন ধরণের নির্যাতন করা হবে না বলে জানিয়েছে সিঙ্গাপুরের জনশক্তি আমদানিকারক সংস্থা৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই