1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের ৪১৯-এর জবাবে ইংল্যান্ডের ৪৪০

২৩ মার্চ ২০১০

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডকে শেষমেষ লাগাম পরাতে পারল না বাংলাদেশ৷ এর কারণ শুধু আয়ান বেল ও টিম ব্রেসনান-এর ব্যাটিং কৃতিই নয়, হয়তো আম্পায়ারিং-এর দুর্ভাগ্যও৷

https://p.dw.com/p/MZd1
বাংলাদেশের ক্রিকেট ক্যাপ্টেন শাকিব আল হাসান (ফাইল ফটো)ছবি: AP

দিনের শেষে ইংল্যান্ডের আট উইকেটে ৪৪০, তার মধ্যে বেল-এর দশম টেস্ট শতক এবং ব্রেসনানের প্রথম টেস্ট অর্ধশতক৷ অথচ দিনের সূচনায় ইংল্যান্ড চার উইকেটে ১৭৪ নিয়ে বেশ নড়বড়ে দেখাচ্ছিল৷ তার পরেই বেল রুখে দাঁড়ান: পঞ্চম উইকেটে ম্যাট প্রায়রের সঙ্গে ৯৮ রান যোগ করেন এবং ষষ্ঠ উইকেটে ব্রেসনানের সঙ্গে আরো ১৪৩৷ ইতিপূর্বে বাংলাদেশের ক্যাপ্টেন শাকিব আল হাসান সাতসকালে জোনাথান ট্রট আর প্রায়রকে বিদায় দিয়ে ইংল্যান্ডের উপর চাপ বাড়িয়েছিলেন৷ শেষ পর্যন্ত শাকিবই এদিন বাংলাদেশের সেরা বোলার হন, ৫৭টি অত্যন্ত শৃঙ্খলাযুক্ত ওভারে ৯৯ রানে চারটি উইকেট নিয়ে৷

প্রায়র আর ব্রেসনানের কিন্তু তাঁদের ব্যক্তিগত ইনিংসের সূচনাতেই বিদায় নেবার সম্ভাবনা ছিল৷ ন'রানের মাথায় প্রায়র একটি এলবিডাবলিউ আবেদন থেকে বেঁচে যান, যদিও টেলিভিশন রিপ্লে দেখে মনে হয় যে বল'টা লেগ স্টাম্পে লাগতে পারতো৷ - ব্রেসনানের বিরুদ্ধে একটি ক্যাচের আবেদনও ব্যর্থ হয়৷ পাঁচ রানের মাথায় শাকিবের একটি বল ব্রেসনানের ব্যাটের ভিতরের ধার, এবং প্যাডে লেগে সিলি পয়েন্টে ক্যাচ হয়ে যায় - অন্তত টিভি রিপ্লে দেখে তাই মনে হবে৷ তাই শাকিব বলেছেন: ‘‘আপনারা টিভি'তে সবই দেখেছেন, তা'ই আমি ও'নিয়ে কোনো কথা বলতে চাই না৷''

ইংল্যান্ড চট্টগ্রামে প্রথম টেস্টে ১৮১ রানে জিতে এই সিরিজে ১-০ এগিয়ে আছে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই