1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে অবৈধ বিদেশির সংখ্যা প্রায় ১০ হাজার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ নভেম্বর ২০১৪

বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে৷ তালিকা তৈরি করে এই অভিযান চলছে বলে জানা গেছে৷ তালিকায় প্রায় ১০ হাজার বিদেশির নাম রয়েছে, যাঁরা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বাংলাদেশে অবস্থান করছেন৷

https://p.dw.com/p/1Do1N
Bildergalerie Megacities Dhaka
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

শুক্রবারের অভিযানে আটক ৩১ বিদেশির মধ্যে নাইজেরিয়ার ১২ জন, উগান্ডার পাঁচজন, ক্যামেরুনের চারজন, গাম্বিয়ার তিনজন, আইভোরি কোস্টের দুজন, কেনিয়া, টোগো, মালি, মোজাম্বিক ও সেনেগালের একজন করে নাগরিক রয়েছেন৷ গোয়েন্দা পুলিশের সদস্যরা রামপুরা, গুলশান ও উত্তরার ১৪৭টি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন৷

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন তাঁরা একযুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে অবস্থান করছেন৷ তাঁদের মধ্যে মাত্র দু'জনের মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট পাওয়া গেছে৷ বাকিদের কোনো কাগজপত্রই পাওয়া যায়নি৷ তাঁদের বিরুদ্ধে অবৈধ বসবাসের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট'এ মামলা করা হয়েছে৷

Flüchtlinge in Pozzallo Italien
ছবি: picture-alliance/dpa

গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আহাদ ডয়চে ভেলেকে জানান, বাংলাদেশে কিছু বিদেশি বিভিন্ন ধরনের প্রতারণা, মাদক ব্যবসা ইত্যাদির সঙ্গে জড়িত বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে৷ এর আগে বিভিন্ন সময় প্রতারণা, মাদক ব্যবসা, জাল মুদ্রা ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়৷ গত এক বছরে জঙ্গি, মাদক, জাল মুদ্রা তৈরি ও পাচারের সঙ্গে জড়িত সন্দেহে প্রায় ১০০ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়৷

গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, গত ৫ অক্টোবর উত্তরায় জুবায়ের আহমেদ নামের এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগে আলজেরীয় নাগরিক আবু ওবায়েদ কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ৷ পরে জানা যায়, তিনি এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে অবস্থান করছেন৷ কিন্তু তাঁর কোনো বৈধ কাগজ, এমনকি পাসপোর্টও নেই৷ এরপরই মহানগর গোয়েন্দা বিভাগ বিদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে৷ তিনি জানান শুক্রবারের অভিযানে ৩৭৫ জনের মতো বিদেশির কাগজপত্র পরীক্ষা করে ৩১ জনকে আটক করা হয়, যাঁদের এদেশে থাকার বৈধতা নেই৷

এদিকে পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা ডয়চে ভেলেক জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে প্রায় ১০ হাজার বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন৷

তিনি জানান, বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের মধ্যে প্রায় তিন হাজার ভারতীয়, এক হাজার পাকিস্তানি, পাঁচশ' চীনা, ছয়শ' নাইজেরিয়ান ও দুই শতাধিক থাইল্যান্ডের নাগরিক রয়েছেন৷ বাকি প্রায় পাঁচ হাজার বিদেশি আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক৷

বৈধ ভিসা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় পাঁচ লাখ নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন৷ এদের মধ্যে অন্তত ১০ হাজারেরই ভিসার মেয়াদ অনেক আগেই ফুরিয়ে গেছে৷ এদের কেউ কেউ ট্যুরিস্ট, স্টুডেন্ট ও বিজনেস ভিসা নিয়ে এদেশে এসে প্রতারণাসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে৷ এই অভিযোগ সবচেয়ে বেশি আফ্রিকান নাগরিকদের বিরুদ্ধে৷

ওই কর্মকর্তা জানান, অবৈধভাবে বাংলাদেশে বসবাসকারী যে-কোনো বিদেশি নাগরিক আটক হলে মাত্র ছয় হাজার টাকা জরিমানা দিয়ে দেশে গিয়ে আবারও এ দেশে আসার সুযোগ পান৷ এসব কারণে তাঁদের আটক করে কোনো সুফল পাওয়া যায় না৷ তিনি জানান, এর আগে বিচ্ছিন্নভাবে অবৈধ বিদেশি নাগরিকদের আটক করা হলেও এবারই প্রথম সর্বাত্মক অভিযানে নামা হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য