1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আগ্রহী ‘এশিয়ান ট্যুর’

৯ ডিসেম্বর ২০১৩

গলফের বাজার বাড়ানোর চেষ্টা করছে এশিয়ান ট্যুর৷ এজন্য বাংলাদেশ, শ্রীলংকা এবং লাওসকে বেছেছে তারা৷ সিদ্দিকুর রহমানের সাফল্যের কারণে বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছেন এশিয়ান ট্যুরের প্রধান৷

https://p.dw.com/p/1AUiV
সিদ্দিকুর রহমানছবি: Getty Images

এশিয়ান ট্যুরের নির্বাহী সভাপতি কি হ্লান হান হংকং-এ এএফপিকে জানিয়েছেন, যেসব দেশ টুর্নামেন্ট করতে আগ্রহী, সেসব দেশের সরকারের সাথে আলোচনা করবেন তারা৷ গলফের বাজার বাড়ানোর পাশাপাশি প্রত্যেক টুর্নামেন্টে প্রাইজমানি বাড়ানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি৷

এশিয়ান ট্যুরের প্রধান বলেন, তারা বাংলাদেশেও টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করবেন৷ কেননা বাংলাদেশের সিদ্দিকুর রহমান অসাধারণ খেলেন এবং এ নিয়ে সেখানকার জনগণের বেশ আগ্রহ আছে বলে মনে করেন তিনি৷ হান বলেন শ্রীলংকা, বাংলাদেশ ও লাওস সরকারের সঙ্গে আলোচনায় এটা বোঝানোর চেষ্টা করা হবে যে, গলফ খেলা অত্যন্ত সম্মানের এবং এটা বিশ্বের সামনে নিজের দেশকে তুলে ধরার অন্যতম মাধ্যম৷

তিন বছর অপেক্ষার পর সিদ্দিকুরের কল্যাণে চলতি বছর আন্তর্জাতিক গলফে দ্বিতীয়বারের মতো লাল-সবুজ পতাকা উড়েছিল ৷ ২০১০ সালে ব্রুনাই ওপেন জয়ের পর নভেম্বরে তিনি জেতেন ভারতের ‘হিরো ইন্ডিয়ান ওপেন'এর শিরোপা৷ এরপর অংশ নেন গলফ বিশ্বকাপে৷ হিরো ইন্ডিয়ান এশিয়ান ট্যুর ওপেন গলফের শিরোপা জিতে এশিয়ান ট্যুর ‘অর্ডার অব মেরিট' তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন সিদ্দিকুর রহমান৷ তাঁর আয় চার লাখ ৪৯ হাজার ১৬৭ ডলার৷

এপিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য