1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ইভ-টিজিং বন্ধে কঠোর আইন হবে

১৩ জুন ২০১০

মেয়েদের উত্যক্তকারী বখাটেদের কোনভাবেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷ তিনি বখাটেদের রুখতে প্রয়োজনে নতুন আইন করা হবে বলে জানান৷ তাঁর মতে মানবিকতা ও আদর্শবোধ জাগিয়ে তুলতে হবে সবার মাঝে৷

https://p.dw.com/p/Npi3
মেয়েদের উত্যক্ত করার ঘটনা সম্প্রতি বেড়ে গেছেছবি: AP

গত ৩রা এপ্রিল বখাটেদের হাত থেকে বাঁচতে আত্মহননের পথ বেছে নেয় স্কুলছাত্রী ইলোরা৷ বখাটের যন্ত্রণায় গত ৫ মাসে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ১২ জন৷ ২০০১ সালে সিমির মৃত্যুর কারণও ছিল উত্যক্তকারী বখাটেরাই৷

শেষ পর্যন্ত জীবন দিয়েই প্রতিবাদ জানায় ইলোরা ও সিমি'রা৷ কিন্তু প্রতিদিনের এই অপমানজনক পরিস্থিতি সঙ্গী করেই পথ চলতে হয় স্কুল কলেজগামী তরুণী থেকে শুরু করে চাকুরিজীবী নারীদের৷

ইলোরার মৃত্যুর পরই আলোচনায় আসে বিষয়টি৷ আর এসব বখাটেদের প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগী হন সমাজের সচেতন মানুষ এবং খোদ শিক্ষামন্ত্রী৷ রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ইভ টিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ব়্যালি বের করা হয়৷ ব়্যালিতে যোগ দেন শিক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, মেয়েদের রাস্তাঘাটে চলাচল নিরাপদ করতে হবে৷ আর বখাটেদের মধ্যে জাগাতে হবে নৈতিক বোধ৷ শিক্ষামন্ত্রী আইন শৃংখলা বাহিনীকে প্রচলিত আইনে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করতে বলেন৷ প্রয়োজনে প্রচলিত আইনের পরিবর্তন করা হবে বলেও জানালেন তিনি৷

তিনি বলেন, নতুন শিক্ষা ব্যবস্থা সৎ, দেশপ্রেমিক নতুন মানুষ গড়ে তুলবে ৷ এই শিক্ষা ব্যবস্থা কার্যকর করতে তিনি সবার সহযোগিতা চান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন