1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে কর্মস্থলে শ্রমিকমৃত্যুর সংখ্যা বাড়ছে

৮ এপ্রিল ২০১০

দেশে কর্মক্ষেত্রে শ্রমিকরা ঝুঁকির মধ্যে রয়েছেন৷ কেবল ২০০৯ সালেই কর্মস্থলে নিহত শ্রমিকের সংখ্যা ২৬৫ জন৷ এদের মধ্যে ৩৫ শতাংশ নির্মাণ খাতে, ৩২ শতাংশ ম্যানুফ্যাকচারিং এবং ২৫ শতাংশ সেবা খাতে নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/MqbR
ছবি: picture-alliance/Bildfunk

‘কর্মস্থলে শ্রমিকদের মৃত্যু ও জখম হওয়া প্রতিরোধে আইন সংস্কার‘ শীর্ষক সেমিনারে বৃহস্পতিবার এমন তথ্যই জানালেন আয়োজকরা৷ তবে প্রতিবছর দেশে এবং প্রবাসে কত শ্রমিক নিহত বা আহত হয়, এই চিত্র খুব ষ্পষ্ট নয়৷

বিদেশে প্রতিবছর কত শ্রমিক নিহত হয় এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন৷

তবে মন্ত্রী কর্মক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে মালিক এবং শ্রমিক উভয় পক্ষকেই সতর্ক থাকার পরামর্শ দেন৷ তিনি এজন্য নিরপেক্ষ আইনের প্রয়োজনীয়তার কথাও বলেন৷ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ইস্রাফিল আলম এমপি বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনা রোধে আইনের যথার্থ প্রয়োগ প্রয়োজন৷ কর্মক্ষেত্রের বিষয়টি পরিদর্শনের জন্য যথেষ্ট জনবলও নেই৷

সেমিনারে বলা হয়, জাহাজ ভাঙা শিল্পের শ্রমিকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে কাজ করেন৷ এই শিল্প বন্ধ করারও দাবি জানান হয়৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক