1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে চাল রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা শিথিল করল

২১ মে ২০১০

ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক আর এস গুজরাল জানান, ভারতের তিনটি প্রতিষ্ঠান এই চাল রপ্তানি করবে৷ সম্প্রতি বাংলাদেশে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারত৷ ফলে ৪০ হাজার টন গম বাংলাদেশে রপ্তানি করবে ভারত৷

https://p.dw.com/p/NTOC
ধানের চারা রোপন করছে বাংলাদেশের কৃষকরাছবি: dpa

বিডি নিউজ টোয়েন্টি ফোর-এর এই খবরে বলা হয়েছে, চাল রপ্তানির ক্ষেত্রে দুই বছরের পুরানো নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করেছে ভারত৷ ভারতের বাণিজ্য মন্ত্রণালয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়ায় ভারত থেকে এক লাখ টন চাল বাংলাদেশে রপ্তানি করা যাবে৷ ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক আর এস গুজরাল জানান, ভারতের তিনটি প্রতিষ্ঠান এই চাল রপ্তানি করবে৷ সম্প্রতি বাংলাদেশে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারত৷ ফলে ৪০ হাজার টন গম বাংলাদেশে রপ্তানি করবে ভারত৷

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন: মনোনয়নপত্র দাখিল

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার৷ এদিন মেয়র পদে মোট ১৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ এ ছাড়া ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ৩২২ জন এবং মহিলাদের জন্যে সংরক্ষিত ১৪টি কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ৬৭ জন৷ আগামী শনি ও রবিবার মনোনয়নপত্র বাছাই করা হবে এবং আগামী ১-লা জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন৷

যমুনা টেলিভিশনের রিট খারিজ

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনার পরীক্ষামুলক সম্প্রচার বন্ধ সংক্রান্ত রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট৷ একই সঙ্গে যমুনা টেলিভিশনের সম্প্রচার বন্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দিয়েছে আদালত৷

সুদানে বাংলাদেশ সেনা কন্টিনজেন্ট

বাংলাদেশ সেনাবাহিনী সুদানের দারফুরে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সেনা কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে৷ এই উপলক্ষে কর্মকর্তাসহ ৫০ জন সেনা সদস্যের প্রথম দলটি, গত বুধবার রাতে জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে সুদানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন৷ ২৮-শে মের মধ্যে বাদবাকি সদস্যদের নিয়ে আরও দুটি ফ্লাইট সুদানের উদ্দেশ্যে রওনা হবে৷

তিন বছরে ৩২ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এক বছরের মধ্যে ১৩ থেকে ১৭ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে৷ আর সরকারেরএই পরিকল্পনার আওতায় তিন বছরে ৩২ হাজার পুলিশ নিয়োগ দেয়া হবে৷ বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়