1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘বাংলাদেশে জঙ্গিবাদকে গণতান্ত্রিক উপায়েই নির্মূল করতে হবে’’

২ মে ২০১১

দেশের মানুষের শুভবুদ্ধির কাছেই জঙ্গিবাদের পরাজয় হবে বলে মনে করেন বিশ্লেষকরা৷ তাঁরা বলছেন, ওসামা বিন লাদেন নিহত হওয়ার মধ্য দিয়ে জঙ্গিবাদ শেষ হয়ে যাবে তা ভাবা ঠিক নয়৷ তাই বাংলাদেশকে প্রতিরোধমূলক ব্যবস্থায় যেতে হবে৷

https://p.dw.com/p/117sR

সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী মনে করেন, ওসামা বিন লাদেনের মৃত্যু আল কায়েদা নেটওয়ার্কের জন্য একটি বড় আঘাত৷ তাই বলে তারা শেষ হয়ে যায়নি৷ তাদের এখনো শক্তি এবং লোকবল আছে৷

আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, এখন প্রতিরোধমূলক ব্যবস্থায় যেতে হবে৷ যাতে জঙ্গিবাদ আর বিস্তৃত হতে না পারে৷ এই চিন্তার যাতে প্রসার না ঘটে৷ এজন্য পুরো পৃথিবীকে একযোগে কাজ করতে হবে৷

আন্তর্জাতিক রাজনীতির দুই বিশিষ্ট বিশ্লেষকই বলেন, জঙ্গিরা ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাস করেছে৷ কিন্তু ইসলামে সন্ত্রাসের কোন জায়গা নেই৷ ওসামার মৃত্যুর মধ্য দিয়ে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণার অবসান হবে৷

ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ বা উগ্র ধর্মীয় গোষ্ঠীকে গণতান্ত্রিক উপায়ে দমন করা সম্ভব হবে৷ এবং এক্ষেত্রে বাংলাদেশের মানুষ জয়ী হবে৷ অধ্যাপক ইমতিয়াজ বলেন, এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশও এখন প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে এগিয়ে যাবে৷ তাঁরা দুজনই এই পরিস্থিতিতে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটু বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক