1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রশংসা

১ মে ২০১০

আজ মহান মে দিবস৷ তাই একদিনের জন্য হলেও বিশ্ব জুড়েই শ্রমিকের মর্যাদা, অধিকার আর ন্যায্য পারিশ্রমিকের বিষয়টি উচ্চারিত হচ্ছে বেশ জোরেসোরেই৷ বাংলাদেশের পত্র-পত্রিকাতেও আজ উঠে এসেছে মে দিবসের নানা দিক এবং পরিধি৷

https://p.dw.com/p/NBxb
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার অন্যতম দৃষ্টান্ত পূজা উৎসবছবি: DW

মহান মে দিবস আজ

আজ পহেলা মে৷ দিনটি শ্রমিকের; বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মেহনতি মানুষের৷ মাথার ঘাম পায়ে ফেলে যারা দিনরাত কাজ করে, তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নেওয়ার দিন আজ৷ মে দিবসের উপর আলোকপাত করেই ডেইলি স্টার, প্রথমআলো, যুগান্তর, নিউ এইজসহ আজকের প্রায় সব পত্রিকায় শীর্ষ প্রতিবেদন ছাপা হয়েছে৷ মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন৷ তাঁরা শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন৷

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রশংসা

বাংলাদেশে সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আইনি প্রচেষ্টা, অর্পিত সম্পত্তি আইন বাতিলের উদ্যোগ, পুলিশি সুরক্ষা এবং উন্নততর ব্যবস্থা গ্রহণের কারণে আহমদিয়া বিরোধী সহিংসতা ব্যাপক হ্রাস, উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিভিন্ন সরকারি ও রাজনৈতিক পদে নিয়োগ, স্বাধীন মানবাধিকার কমিশনের তৎপরতার মতো অনেক উল্লেখযোগ্য অর্জনের কথা উঠে এসেছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের সর্বশেষ প্রতিবেদনে৷ ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে৷ বাংলাদেশ সংবাদ সংস্থা - বাসস পরিবেশিত খবরটি দৈনিক সমকাল, ইত্তেফাকসহ বেশ কয়েকটি পত্রিকায় বেশ গুরুত্বের সাথে ছাপানো হয়েছে৷ ঐ প্রতিবেদনে বাংলাদেশে ক্ষমতাসীন সরকারকে সবচেয়ে ধর্মনিরপেক্ষ এবং সংখ্যালঘুদের অধিকারের প্রতি সবচেয়ে বেশি সহানুভূতিশীল হিসেবে দেখানো হয়৷

উস্কানিমূলক লিফলেট বিলির সময় ১৭ জঙ্গি গ্রেফতার

সরকারবিরোধী উস্কানিমূলক তথ্য দিয়ে মসজিদের সামনে মুসল্লিদের মাঝে লিফলেট বিলি করার সময় ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের ১৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার৷ দৈনিক প্রথম আলো, সমকাল, যুগান্তর, কালের কণ্ঠ, ডেইলি স্টারসহ প্রায় সব পত্রিকাতেই স্থান পেয়েছে খবরটি৷ তবে আটককৃতের সংখ্যা নিয়ে কিছুটা ভিন্নতা রয়েছে পত্রিকাগুলোর মধ্যে৷ পুলিশের বরাত দিয়ে পত্রিকাগুলো বলছে, এদের মধ্যে ঢাকায় ১৩, চট্টগ্রামে ৩ এবং কুমিল্লায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এছাড়া দৈনিক ইত্তেফাকের খবর, দেশে বর্তমানে ১২টি জঙ্গি সংগঠন তৎপর৷ এর মধ্যে নিষিদ্ধ পাঁচটি সংগঠনও রয়েছে৷ বাকি ৭টি সংগঠনকে নিষিদ্ধ করতে মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : অরুণ শঙ্কর চৌধুরী