1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে নতুন প্রধান বিচারপতির শপথ আজ

৩০ সেপ্টেম্বর ২০১০

সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বৃহস্পতিবার শপথ নেবেন৷ বিদায়ী প্রধান বিচারপতি মো. ফজলুল করিমের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ করছেন এটর্নি জেনারেল৷

https://p.dw.com/p/PQGh
ছবি: AP

আপীল বিভাগের এজলাসে বিদায়ী প্রধান বিচারপতি মো. ফজলুল করিমের বিদায় অনুষ্ঠানে এটর্নি জেনারেল মাহবুবে আলম তাঁর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ করেন বুধবার৷ এটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপতির নির্দেশের পরও বিদায়ী প্রধান বিচারপতি হাইকোর্টের দু‘জন বিচারপতিকে শপথ না পড়িয়ে যে সংবিধান লঙ্ঘন করেছেন এজন্য তাঁর বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা নেয়া যেত৷ কিন্তু প্রধান বিচারপতির পদের সম্মানের দিকে খেয়াল রেখে তা করা হয়নি৷

তবে এটর্নি জেনারেলের এই বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খন্দকার মহবুব হোসেন৷ তিনি বলেন, বিতর্কিত দু'জন বিচারপতিকে শপথ না পড়িয়ে বিদায়ী প্রধান বিচারপতি দেশের সর্বোচ্চ আদালতের মর্যাদাকে সমুন্নত রেখেছেন৷

অন্যদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার রফিকুল হক বিদায়ী প্রধান বিচাপতির ব্যাপারে এটর্নি জেনারেলের বক্তব্যকে নজিরবিহীন এবং অসৌজন্যমূলক বলে মন্তব্য করছেন৷

বৃহস্পতিবার নতুন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক শপথ নেবেন৷ আপীল বিভাগের দু'জন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে তাকে প্রধান বিচারপতি করা হয়েছে৷ তবে এধরনের নজির এই প্রথম নয়৷ অতীতেও জ্যেষ্ঠতা লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী