1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রশাসনে নির্বাচনী পদোন্নতি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৯ জুলাই ২০১৩

সরকার আরো ৩২৬ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে৷ কিন্তু এই পদোন্নতির বিপরীতে পদ খালি নেই৷ আগে সরকার একই পদমর্যাদার এর প্রায় দ্বিগুণ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছিল৷

https://p.dw.com/p/19ANt
ছবি: DW

৩২৬ জন উপ সচিবকে যুগ্ম সচিব করা হল বৃহস্পতিবার৷ এর আগে গত ৮ই ফেব্রুয়ারি ৬৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়৷ তাদের মধ্যে ১২৭ জনকে যুগ্ম সচিব পদ থেকে অতিরিক্ত সচিব, ২৬৪ জনকে উপসচিব থেকে যুগ্ম সচিব এবং ২৫৮ জনকে সিনিয়র সহকারী সচিব থেকে উপ সচিব পদে পদোন্নতি দেয়া হয়৷

মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, এবার যাঁরা পদোন্নতি পেলেন তাঁদের সরকার পদোন্নতি দিতে বাধ্য হয়েছে৷ কারণ এর আগেরবার তাঁদের ডিঙিয়ে তাদের চেয়ে জুনিয়রদের পদোন্নতি দেয়া হয়েছিল৷ কিন্তু সমস্যা হচ্ছে, আগের বারই পদোন্নতির ফলে পদের চেয়ে যুগ্ম সচিব দ্বিগুণ হয়ে যান৷ আরেক দফা পদোন্নতি দেয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়লো৷ তাঁর মতে, এতে প্রশাসনে ভারসাম্যহীনতার সৃষ্টি হবে৷

আলী ইমাম মজুমদার আরও বলেন, প্রশাসনে ভারসাম্যহীনতা চলছে আগে থেকেই৷ এই অবস্থায় তা আরো চরম আকার ধারণ করল৷ এর ফলে প্রশাসন গতি হারিয়ে স্থবির হয়ে পড়তে পারে৷ বাড়তে পারে অভ্যন্তরীণ চাপ৷ বাড়বে পদায়ন নিয়ে গ্রপিং-লবিং৷

তিনি জানান, এই পর্যায়ের ৩০০ কর্মকর্তা আগে থেকেই ওএসডি হয়ে আছেন৷ তাঁদের কাজে লাগানো হচ্ছেনা৷ পদোন্নতি পাওয়া নতুন কর্মকর্তারা এখন তাঁদের পদমর্যাদার চেয়ে নিচু পদে কাজ করতে বাধ্য হবেন৷ তাঁদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয়াও সম্ভব হবেনা৷ আবার অনেককে বিনা কাজে বসিয়ে রাখা হবে৷ যা প্রশাসনে এক ধরনের বিশৃঙ্খল এবং অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করবে৷ তিনি মনে করেন, আগে রাজনৈতিক বিবেচেনায় পদোন্নতি দেয়ায় এখন সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷

প্রশাসনে এখন শীর্ষ পদে বদলিও করা হচ্ছে৷ জানা গেছে, এবার একযোগে বদলি না করে ধারাবহিকভাবে ১০-১২ জন করে বদলি করা হচ্ছে৷ গত ৪-৫ মাস ধরে এই প্রক্রিয়া চলছে৷ আলী ইমাম মজুমদার বলেন, নির্বাচনের আগে এখন নিয়মিত বদলির বাইরে অন্য কোনো বদলি ঠিক নয়৷ বিশেষ করে ডিসি, এডিসি, এসপি এবং ইউএনও পদে বদলি অবশ্যই রাজনৈতিক সমালোচনার মুখে পড়বে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য