1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে পানি-বিদ্যুৎ বাঁচাতে আগ্রহী ব্লগাররা

২৮ জুলাই ২০১০

বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনার শেষ নেই৷ সংকট কাটাতে সরকারের বিদ্যুৎ আমদানি থেকে শুরু করে উৎপাদন বাড়ানো পর্যন্ত সব উদ্যোগই দেখা যাচ্ছে৷ কিন্তু তারপরও কাটছে না সংকট৷ বরং নিয়মিত বিরতিতে সকাল দুপুর মধ্যরাতে চলছে লোডশেডিং৷

https://p.dw.com/p/OWC1
Blog, বাংলাদেশ, পানি, বিদ্যুৎ, ব্লগ, Water, Power, Bangladesh
ছবি: picture-alliance/ dpa

লাইট ফ্যান বন্ধতো?

বিদ্যুতের এহেন সংকট কাটাতে বা কমাতে এবার উদ্যোগী ব্লগাররা৷ নিয়মিতই লিখছেন তারা এই বিষয়ে৷ ঘরের অপ্রয়োজনীয় সব লাইট ফ্যান বন্ধ আছেতো? কোথাও কোন কল ছাড়া নেইতো?? একবার একটু চেক করে দেখুন না... ব্লগার তাজুল ইসলামের লেখা এটি৷ উদ্দেশ্য নিয়মিত বিরতিতে বাংলা ব্লগারদের সতর্ক করা৷ যাতে বাড়িতে জ্বলতে থাকা অপ্রয়োজনীয় লাইট বাল্ব বন্ধ রাখেন তারা৷ একই সঙ্গে বন্ধ রাখেন পানির কলও৷ এতে করে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় যেমন সম্ভব, তেমনি সম্ভব কিছুটা পানির খরচও কমানো৷ তিনি বলেন, বাংলাদেশে ব্লগটা খুব জনপ্রিয় এক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে৷ বিভিন্ন স্থান থেকে মানুষ ব্লগ লেখে৷ সেকারণে আমি পানি-বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা সৃষ্টিতে এটিকে বেছে নিয়েছি৷

আগাচ্ছেন অন্যরাও

তাজুলের এই চেষ্টায় শরিক হয়েছেন আরো অনেক ব্লগার৷ ব্লগার জুন-এর কথায়, এরকম একটা জনসচেতনতামুলক পোস্টের জন্য প্লাস৷ একটা ম্যাচের কাঠির জন্য গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা এবং তাতে কাপড় শুকানোর কথাটা উল্লেখ করলে ভালো হোতো৷

অপর ব্লগার বিডিআইডল লিখেছেন, স্কুল-কলেজ এবং অফিস এইসব পাবলিক প্রতিষ্ঠানে লাইট, ফ্যান এবং এসি এই তিনটার ব্যবহারে সচেতনতা আনতে পারলে বিদ্যুৎ এর অনেক সাশ্রয় হবে৷

প্রয়োজন সচেতনতা

ব্লগারদের একটি বড় অংশ মনে করেন, উৎপাদন বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করতে পারলে বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমানো সম্ভব৷ জনপ্রিয় ব্লগার আরিফ জেবতিক এর কথায়, ব্লগাররা আসলে মধ্যবিত্ত শ্রেণিকে প্রতিনিধিত্ব করছেন৷ এবং মধ্যবিত্তরাই যেহেতু বিদ্যুতটা বেশি ব্যবহার করেন, আমার মনে হয় এই সচেতনতা তৈরিতে ব্লগাররা খুবই ঠিক জায়গাতেই আছেন৷

অপর ব্লগার, ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতায় বিজয়ী আলী মাহমেদ এর মতে, সচেতনতা এমন একটা বিষয় যেটা কখনো আমাদের খেয়াল থাকেনা৷ এরকম যদি নিয়মিত বলা হয় যে, আপনি সুইচ বন্ধ রাখুন, মোবাইল অযথা ব্যবহার করবেন না বা পানি খরচ করবেননা৷ এভাবে সম্ভব আমাদেরকে সচেতন করা৷ আলী মাহমেদ মনে করেন, বাংলাদেশের জনপ্রিয় ব্লগসাইটগুলো নিয়মিত প্রচারের মাধ্যমে বিদ্যুৎ সংকট কাটাতে ভূমিকা রাখতে পারে৷ এজন্য প্রয়োজন সদিচ্ছা৷

সৌর বিদ্যুৎ

ব্লগসাইট সচলায়তনে জনৈক অতিথি ব্লগার আসিফ আহমেদ বিদ্যুৎ এর বন্টন নিয়ে চমৎকার এক লেখা প্রকাশ করেছেন৷ মফস্বল আর গ্রামে বিদ্যুতের সংকটের পাশাপাশি শহরাঞ্চলে বিদ্যুৎ বন্টনে চাতুরতার কথা ফুটে উঠেছে তার এই লেখায়৷

অবশ্য প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি বিকল্প বিদ্যুৎ বিশেষ করে সৌর বিদ্যুৎ ব্যবহারের দিকেও গুরুত্ব দিচ্ছেন কোন কোন ব্লগার৷ ব্লগার হুমায়ুন কবির লিখেছেন, সৌরবিদ্যুৎ, টেকসই বিকল্প জ্বালানি৷ হুমায়ুন এর মতে, সৌর বিদ্যুতের জন্য বাংলাদেশ খুবই সম্ভাবনাময় একটি দেশ৷ কারণ এখানে বছরে তিনশো দিনেরও বেশি রোদ থাকে৷

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে নিয়মিত বিদ্যুৎ ঘাটতির পরিমাণ প্রায় দু'হাজার মেগাওয়াট৷ সরকার এই ঘাটতি মেটাতে চেষ্টা চালিয়ে গেলেও প্রয়োজন সময়৷ তবে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে এই ঘাটতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব, এমনটাই মত বিশেষজ্ঞদের৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক