1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে পাহাড় ধসে ৫৩ জন নিহত

১৫ জুন ২০১০

কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, রামু এবং বান্দারবানে পাহাড় ধসে এ পর্যন্ত ৫৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ আহত হয়েছে ৫০ জন৷ নিহতদের মধ্যে ৬ সেনা সদস্য রয়েছেন৷ বিভিন্ন স্থানে নিখোঁজ রয়েছে আরো ১২ জন৷

https://p.dw.com/p/Nr7h
ফাইল ফটোছবি: DW / Golam Mustofa Sarowar

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় তা বসত বাড়ির উপর পড়তে শুরু করায় এ দুর্ঘটনা ঘটে৷

মঙ্গলবার ভোরে পাহাড় ধসে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পাশে হিমছড়ি এলাকায় সেনাবাহিনীর ১৭ ইসিবির একটি ক্যাম্প ধ্বংস হয়ে গেছে৷ ক্যাম্পে ৬৩ জন সেনা সদস্য ছিলেন৷ ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত পাহাড় ধসের ঘটনা ঘটে৷ পুরো ক্যাম্প মাটির নিচে চাপা পড়েছে৷ জেলা প্রশাসক জানান, সকাল থেকে চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে ৬ সেনা সদস্য মো. আবছার, হাবিব, হুমায়ুন, ইসমাইল, মালেক ও আসলামের লাশ উদ্ধার করা হয়েছে৷

এদিকে টানা বৃষ্টি, পাহাড়ী ঢলে মাটিচাপা এবং পানিতে ডুবে কক্সবাজার সদরের মহাজের পাড়া ও কলেজ গেইট এলাকায় ২ জন, টেকনাফে ৩৩ জন, উখিয়ায় ৮ জন এবং বান্দরবানের নাইখ্যাংছড়ির ঘুনধুম ইউনিয়নে ভাজাবুনিয়া এলাকায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে৷ বিধ্বস্ত হয়েছে ৬ শতাধিক ঘরবাড়ি৷ স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে৷

ওই এলাকার সাংবাদিক এনামুল হক এবং শহীদুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, পাহাড় কাটা ও পাহাড়ে অবৈধ বসতির কারণে এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে৷ জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহম্মেদ বলেন, পাহাড় কাটায় ১০টি গ্রুপ সক্রিয়৷ তারা যাতে পাহাড় কাটে তাই ধরা যায়না৷

অন্যদিকে, এই ভয়ংকর পরিস্থিতিতেও পাহাড় ও ঝুপড়ি ঘরে শত শত মানুষ বসবাস করছেন৷ তারা নিয়তি হাতে নিজেদের ছেড়ে দিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন